Durga Puja Fashion: কোন শাড়িতে হবে বাজিমাত? কী বলছে পুজোর ট্রেন্ড?
Durga Puja Fashion: সিল্ক, সুতি থেকে লিনেন, নানা ধরনের কাপড় দিয়ে তৈরি করা হয় হ্যান্ডলুম শাড়ি। তবে অষ্টমীর লুকে বাজিমাত করতে কোনটা আপনি কিনবেন, কোন শাড়ি এই বছর ট্রেন্ডিং? তা জানা আছে কি?
কথায় বলে শাড়িতেই নারি! বঙ্গ তনয়া পুজোর সময় শাড়ি পরবে না, তা কি করে হয় বলুন? বেনারসি, কাঞ্জিভরম, সিল্ক, বালুচরী, হ্যান্ডলুম কত রকমের যে শাড়ি তা বলে শেষ করে যাবে না। তবে যত ভাল শাড়িই থাকুক না কেন ইদানিং কিন্তু শাড়ির বাজারে সবচেয়ে বেশি চাহিদা বেড়েছে হ্যান্ডলুম শাড়ির। দেখতে যেমন সুন্দর, পরে তেমনই আরাম। বিয়ে বাড়ি, অনুষ্ঠান থেকে পুজো, সবেতেই মানানসই হ্যান্ডলুম শাড়ি। তবে হ্যান্ডলুম কিন্তু কোনও এক ধরনের শাড়ি নয়। এর আছে নানা প্রকারভেদ। সিল্ক, সুতি থেকে লিনেন, নানা ধরনের কাপড় দিয়ে তৈরি করা হয় হ্যান্ডলুম শাড়ি। তবে অষ্টমীর লুকে বাজিমাত করতে কোনটা আপনি কিনবেন, কোন শাড়ি এই বছর ট্রেন্ডিং? তা জানা আছে কি? এই প্রতিবেদনে রইল হ্যান্ডলুম শাড়ির খুঁটিনাটি।
হ্যান্ডলুম সুতির শাড়ি – হ্যান্ডলুম শাড়ির নানা প্রকারের মধ্যেও সুতির শাড়ি জনপ্রিয়তা মহিলাদের মধ্যে সব থেকে বেশি। সারা দেশে বিভিন্ন অংশে এই শাড়ি বোনা হয়, প্রতিটি অঞ্চলের শাড়ির নকশা অনন্য এবং বয়ন কৌশল ভিন্ন। এর মধ্যে আছে, বাঙালি তাঁত, মহেশ্বরী, কোটা ডোরিয়া, গাদওয়াল ও ভেঙ্কটগিরি।
হ্যান্ডলুম লিনেন শাড়ি – পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ ভারতের বিভিন্ন অঞ্চলে তৈরি করা হয় হ্যান্ডলুম লিনেন শাড়ি। শণ গাছের প্রাকৃতিক ফাইবার দিয়ে তৈরি করা হয় এই বিশেষ শাড়ি। হালকা হওয়ায় এই শাড়ির চাহিদা আরও বেশি।
হ্যান্ডলুম সিল্ক শাড়ি – ভারতীয় শাড়ির বাজারে হ্যান্ডলুম সিল্কের শাড়ির কদর আলাদা। এর মধ্যে রয়েছে বেনারসি, কাঞ্জিভরম (কাঞ্চিপুরম), মহীশূর সিল্ক, পৈথানি, বালুচরী ইত্যাদি। হ্যান্ডলুম সিল্ক শাড়ির প্রাথমিক আকর্ষণ তার সিল্কের ধরনের মধ্যেই রয়েছে। এই শাড়িতে ব্যবহৃত রেশম সর্বোচ্চ মানের হয়, যার ফলে তার ঔজ্জ্বল্য হয় অনন্য।
হ্যান্ডলুম চান্দেরি শাড়ি – চান্দেরি শাড়ি মধ্য প্রদেশের চান্দেরি শহরের দান । চান্দেরি শাড়িতে মুঘল শিল্পকলার প্রভাব দেখা যায়। এটি পারস্য এবং ভারতীয় বয়ন কৌশলের সংমিশ্রণে তৈরি। চান্দেরি দুই প্রকার- চান্দেরি সিল্ক এবং চান্দেরি কটন, এই দুই ধরনের চান্দেরিই মহিলাদের খুবই পছন্দের।