Accident Data: এক বছরেই দুর্ঘটনার বলি ১,২০,০০০ জন, দেশ জুড়ে ভুরি ভুরি ‘হিট অ্যান্ড রান’ কেস
Accident in India: অন্তত ১১২টি 'হিট অ্যান্ড রান' হওয়ার ঘটনা ঘটেছে ২০২০ সালে। গড়ে প্রত্যেকদিন মৃত্যু হয়েছে ৩২৮ জনের।
Follow Us:
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে ভারতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯২ হাজার মানুষের। ২০২০তে সেই সংখ্যা ১ লক্ষ ২০ হাজার, ২০১৯-এ এই সংখ্যা ছিল ১ লক্ষ ৩৬ হাজার ও ২০১৮-তে ১ লক্ষ ৩৫ হাজার। এছাড়া হিট অ্যান্ড রানের ঘটনা তিন বছরে ঘটেছে ১ লক্ষ ৩৫ হাজার। ছবি- পিটিআই
মনে করিয়ে দেওয়া দরকার ২০২০-র শুরুর দিকেই দেশ জুড় করোনা পরিস্থিতির জেরে লকডাউন ঘোষণা করা হয়। সব শহরেই যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে লকডাউন উঠতে শুরু করলেও তা হয় পর্যায়ক্রমে। তা সত্ত্বেও ওই বছরে এত বেশি মানুষের মৃত্যু হয়েছে। ছবি- পিটিআই
দেশের বিভিন্ন শহরে প্রায় প্রত্যেকদিনই পথ দুর্ঘটনার বলি হন বহু মানষুষ। ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সতর্কতা নেওয়া সত্ত্বেও লাভ হয়নি। বেপরোয়া গতির শিকার হন হাজার হাজার মানুষ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২০ সালে ভারতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২০ হাজার মানুষের। অর্থাৎ গড়ে হিসেব করলে প্রত্যেকদিন প্রায় ৩২৮ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার জেরে। ছবি- পিটিআই
২০২০-তে পথ হিট অ্যান্ড রানের পরিসংখ্যান ৪১ হাজার ১৯৬, ২০১৯-এ ৪৭ হাজার ৫০৪ ও ২০১৮ তে ৪৭ হাজার ২৮। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা ২০২০-তে ১ লক্ষ ৩০ হাজার, ২০১৯-এ ১ লক্ষ ৬০ হাজার, ২০১৮-তে ১ লক্ষ ৬৬ হাজার। ছবি- পিটিআই