Arshdeep Singh: নো বলের নবাব! লজ্জার রেকর্ড অর্শদীপের…

India vs New Zealand: ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে এমন প্রত্যাশা নিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। যদিও প্রথম ম্যাচেই ধাক্কা। রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হার ভারতের। লক্ষ্য ছিল ১৭৭। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে ভারত। অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, বোলিং আরও ভালো হওয়া উচিত ছিল। অন্তত ২৫ রান বাড়তি দেওয়া হয়েছে, এমনটাই মত হার্দিকের। ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও জানান, ১৫০-১৫৫ স্কোর অবধি প্রত্যাশা ছিল টিমের।

| Edited By: | Updated on: Jan 28, 2023 | 3:15 PM
ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে এমন প্রত্যাশা নিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। যদিও প্রথম ম্যাচেই ধাক্কা। রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হার ভারতের। (ছবি: টুইটার)

ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করেছে ভারত। টি-টোয়েন্টি সিরিজে এমন প্রত্যাশা নিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। যদিও প্রথম ম্যাচেই ধাক্কা। রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হার ভারতের। (ছবি: টুইটার)

1 / 7
লক্ষ্য ছিল ১৭৭। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে ভারত। অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, বোলিং আরও ভালো হওয়া উচিত ছিল। অন্তত ২৫ রান বাড়তি দেওয়া হয়েছে, এমনটাই মত হার্দিকের। (ছবি: টুইটার)

লক্ষ্য ছিল ১৭৭। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে ভারত। অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছিলেন, বোলিং আরও ভালো হওয়া উচিত ছিল। অন্তত ২৫ রান বাড়তি দেওয়া হয়েছে, এমনটাই মত হার্দিকের। (ছবি: টুইটার)

2 / 7
ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও জানান, ১৫০-১৫৫ স্কোর অবধি প্রত্যাশা ছিল টিমের। ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন অর্শদীপ সিং। যদিও শেষ ওভারে একটি নো বল সহ ২৭ রান দেন। এটাও ম্যাচে পার্থক্য গড়ে দেয়। (ছবি: পিটিআই)

ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও জানান, ১৫০-১৫৫ স্কোর অবধি প্রত্যাশা ছিল টিমের। ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন অর্শদীপ সিং। যদিও শেষ ওভারে একটি নো বল সহ ২৭ রান দেন। এটাও ম্যাচে পার্থক্য গড়ে দেয়। (ছবি: পিটিআই)

3 / 7
অর্শদীপ এবং নো-বলের কাহিনি নতুন নয়। এর আগেও এক ম্যাচে ৫টি নো বল দিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত কেরিয়ারে (২৪ ম্যাচ) ১৫টি নো বল করেছেন অর্শদীপ। ওভারস্টেপিংয়ের জন্য নো বলের দিক থেকে ভারতীয় বোলারদের মধ্যে যা রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ইকোনমি ৮.৬২। (ছবি: টুইটার)

অর্শদীপ এবং নো-বলের কাহিনি নতুন নয়। এর আগেও এক ম্যাচে ৫টি নো বল দিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত কেরিয়ারে (২৪ ম্যাচ) ১৫টি নো বল করেছেন অর্শদীপ। ওভারস্টেপিংয়ের জন্য নো বলের দিক থেকে ভারতীয় বোলারদের মধ্যে যা রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ইকোনমি ৮.৬২। (ছবি: টুইটার)

4 / 7
আইপিএলে স্লগ ওভার স্পেশালিস্ট হিসেবেই পরিচিত অর্শদীপ। জাতীয় দলেও সেই ভূমিকায় দেখা যায়। বেশ কিছু ম্যাচে ভালো পারফর্মও করেছেন। তবে ওভারস্টেপিংয়ের জন্য নো বল করাটা নিয়ন্ত্রণে আনতে পারেননি অর্শদীপ। (ছবি: পিটিআই)

আইপিএলে স্লগ ওভার স্পেশালিস্ট হিসেবেই পরিচিত অর্শদীপ। জাতীয় দলেও সেই ভূমিকায় দেখা যায়। বেশ কিছু ম্যাচে ভালো পারফর্মও করেছেন। তবে ওভারস্টেপিংয়ের জন্য নো বল করাটা নিয়ন্ত্রণে আনতে পারেননি অর্শদীপ। (ছবি: পিটিআই)

5 / 7
রাঁচিতে রান তাড়ায় ভারতীয় দল ৩.১ ওভারের মধ্যেই টপ থ্রি ব্য়াটারকে হারায় ভারত। শুরুটা ভালো হলে হয়তো এই রান তাড়া করা কঠিন হত না। কিন্তু ম্যাচ শেষে অর্শদীপের শেষ ওভারে ২৭ রান দেওয়াটা যে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। (ছবি:পিটিআই)

রাঁচিতে রান তাড়ায় ভারতীয় দল ৩.১ ওভারের মধ্যেই টপ থ্রি ব্য়াটারকে হারায় ভারত। শুরুটা ভালো হলে হয়তো এই রান তাড়া করা কঠিন হত না। কিন্তু ম্যাচ শেষে অর্শদীপের শেষ ওভারে ২৭ রান দেওয়াটা যে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই। (ছবি:পিটিআই)

6 / 7
ভারতীয় শিবির সরাসরি ভাবে এই বিষয়টি না তুললেও, অর্ধশতরানকারী ওয়াশিংটন সুন্দর যেমন ঘুরিয়ে বলেছেন, ড্যারেল মিচেলের ইনিংসই পার্থক্য় গড়ে দিয়েছে। যার মধ্যে শেষ ওভারে একাই ২৬ রান তুলেছেন মিচেল। বাকি ১ রান নো বলের সৌজন্য। রাঁচিতে ভারতীয় দল একটিই নো বল করেছে। সেটি অর্শদীপ। (ছবি: পিটিআই)

ভারতীয় শিবির সরাসরি ভাবে এই বিষয়টি না তুললেও, অর্ধশতরানকারী ওয়াশিংটন সুন্দর যেমন ঘুরিয়ে বলেছেন, ড্যারেল মিচেলের ইনিংসই পার্থক্য় গড়ে দিয়েছে। যার মধ্যে শেষ ওভারে একাই ২৬ রান তুলেছেন মিচেল। বাকি ১ রান নো বলের সৌজন্য। রাঁচিতে ভারতীয় দল একটিই নো বল করেছে। সেটি অর্শদীপ। (ছবি: পিটিআই)

7 / 7
Follow Us: