Kartik Aaryan: ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে কার্তিক দর্শক মন জয় করেছেন, এই প্রথম নয়, এর আগেও তিনি নিজের কমিক সেন্স দিয়ে দর্শকদের হাসিয়েছেন, কোন সেই ছবি জানেন কী?

Kartik Aaryan: অবশেষে কার্তিক আরিয়ানের হাত ধরে বলিউড আবার লাভের মুখ দেখতে চলেছে বক্স অফিসে। ছবির প্রথমদিনে কালেকশন অন্তত সেই আশাই দেখাচ্ছে।

| Edited By: | Updated on: May 22, 2022 | 7:59 PM
কার্তিক আরিয়ান কমেডিটা ভালই বোঝেন। তাঁর কমিক সেন্স দর্শকরাও পছন্দ করেন। তা আর একবার প্রমাণিত ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে। কার্তিকের ছবি প্রথমদিন বক্স অফিসে ১৪ কোটির ব্যবসা করে। বলিউডের ছবির ব্যবসা তাঁর হাত ধরেই আবার সাফল্যের মুখ দেখতে চলেছে, এমনটাই আশা সিনেমা বিশেষজ্ঞদের।

কার্তিক আরিয়ান কমেডিটা ভালই বোঝেন। তাঁর কমিক সেন্স দর্শকরাও পছন্দ করেন। তা আর একবার প্রমাণিত ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে। কার্তিকের ছবি প্রথমদিন বক্স অফিসে ১৪ কোটির ব্যবসা করে। বলিউডের ছবির ব্যবসা তাঁর হাত ধরেই আবার সাফল্যের মুখ দেখতে চলেছে, এমনটাই আশা সিনেমা বিশেষজ্ঞদের।

1 / 6
‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবি দিয়ে সিনেমা জগতে পা রাখা। লাভ রঞ্জনের এই কমেডি ছবিতে কার্তিক প্রথমবার নুসরৎ বারুচার সঙ্গে কাজ করেন। প্রথম ছবিতেই কার্তিক তাঁর কমিক সেন্স দিয়ে দর্শক মন জয় করতে সক্ষম হন।

‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবি দিয়ে সিনেমা জগতে পা রাখা। লাভ রঞ্জনের এই কমেডি ছবিতে কার্তিক প্রথমবার নুসরৎ বারুচার সঙ্গে কাজ করেন। প্রথম ছবিতেই কার্তিক তাঁর কমিক সেন্স দিয়ে দর্শক মন জয় করতে সক্ষম হন।

2 / 6
লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ছবিতেও নিজের কমেডি দিয়ে দর্শকদের হাসিয়েছেন কার্তিক। নুসরৎ ছাড়াও এই ছবিতে সানি সিংয়ের সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি।

লাভ রঞ্জনের ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ছবিতেও নিজের কমেডি দিয়ে দর্শকদের হাসিয়েছেন কার্তিক। নুসরৎ ছাড়াও এই ছবিতে সানি সিংয়ের সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি।

3 / 6
লাভ রঞ্জনের সঙ্গে তৃতীয়বার কার্তিক কাজ করেন ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিতে। এই ছবিতে সানি আর নুসরৎ দুজনেই ছিলেন। কিন্তু দর্শকের চোখ আটকে ছিল কার্তিকের দিকেই।

লাভ রঞ্জনের সঙ্গে তৃতীয়বার কার্তিক কাজ করেন ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিতে। এই ছবিতে সানি আর নুসরৎ দুজনেই ছিলেন। কিন্তু দর্শকের চোখ আটকে ছিল কার্তিকের দিকেই।

4 / 6
‘লুকা ছুপি’ ছবি দিয়ে কৃতি শ্যাননের সঙ্গে প্রথমবার কাজ করেন কার্তিক। লিভ-ইন-সম্পর্কের উপর তৈরি এই ছবি কমেডির মধ্যে দিয়ে সমাজের নানা সংস্কারকে চোখে আঙুল দিয়ে দেখায়। ছবিতে দুজনের রসায়ন আর কমিক টাইমিং দেখার মতো ছিল।

‘লুকা ছুপি’ ছবি দিয়ে কৃতি শ্যাননের সঙ্গে প্রথমবার কাজ করেন কার্তিক। লিভ-ইন-সম্পর্কের উপর তৈরি এই ছবি কমেডির মধ্যে দিয়ে সমাজের নানা সংস্কারকে চোখে আঙুল দিয়ে দেখায়। ছবিতে দুজনের রসায়ন আর কমিক টাইমিং দেখার মতো ছিল।

5 / 6
‘পতি পত্নি অউর ও’। এই নামে একটি পুরোনো হিন্দি সিনেমা ছিল। তবে সেই ছবির রিমেক এটি নয়। তবে পত্নি আর ও মধ্যে ব্যালেন্স করতে না পেরে কীরকম ল্যাজে-গোবরে হয়েছে কার্তিক চরিত্রটি, যা দেখে দর্শকের হাসি থামেনি। ছবিতে তাঁর ‘পত্নি’ ভূমি পেডনেকর এবং ‘ও’ হয়েছিলেন অনন্যা পাণ্ডে।

‘পতি পত্নি অউর ও’। এই নামে একটি পুরোনো হিন্দি সিনেমা ছিল। তবে সেই ছবির রিমেক এটি নয়। তবে পত্নি আর ও মধ্যে ব্যালেন্স করতে না পেরে কীরকম ল্যাজে-গোবরে হয়েছে কার্তিক চরিত্রটি, যা দেখে দর্শকের হাসি থামেনি। ছবিতে তাঁর ‘পত্নি’ ভূমি পেডনেকর এবং ‘ও’ হয়েছিলেন অনন্যা পাণ্ডে।

6 / 6
Follow Us: