Bollywood Surrogacy Babies: নিক-প্রিয়াঙ্কা ছাড়াও আর কোন বলি তারকার সন্তান জন্মেছে সারোগেসির মাধ্যমে?
শুক্রবার (২২.০১.২০২২) মাঝরাতের খুশির খবর। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পোস্ট। ভূমিষ্ঠ হয়েছে তাঁদের সন্তান। এবং সেই সন্তান পৃথিবীতে এসেছে সারোগেসির মাধ্যমে। কিছুদিন আগে কৃতি শ্যানন অভিনীত 'মিমি' ছবিতেও সারোগেসিকেই করা হয়েছিল মূল উপজীব্য। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বলি পাড়ার বহু তারকা সন্তানই জন্মেছে সারোগেসির মাধ্যমে।
Most Read Stories