Sawan 2024: শিবভক্ত হলে শ্রাবণ মাসে এটি ছুঁয়েও দেখবেন না! ভোলেনাথের রুদ্রুরূপে ছাড়খার হতে পারে সংসার-জীবন

Shiva Purana: শ্রাবণ মাস হল সংযমের মাস। শিবের পুজো করা মানেই কিন্তু মাদক সেবন করা নয়। পবিত্রতা ও সংযম বজায় রাখার এক অগ্নিপরীক্ষার মাস এটি। তাই যতটা সম্ভব এই পবিত্র মাসে মদ্যপান থেকে দূরে থাকেই শ্রেয়। সাধারণত, নিয়ম অনুযায়ী, শ্রাবণ মাসে মদ, গাঁজা, ভাঁ খাওয়া থেকে বিরত থাকা উচিত। শ্রাবণ মাসে মদ্যপান করা একেবারেই নিষিদ্ধ। কারণ এই সময় জীবনকে পরিশুদ্ধ করার আদর্শ মাস।

| Updated on: Aug 01, 2024 | 8:07 PM
শ্রাবণ মাসে শিবের সেবা করলে পুণ্যলাভ হয়। এমনটাই বিশ্বাস করেন শিবভক্তরা। ক্যালেন্ডার মতে, বর্তমানে শ্রাবণ মাস অব্যাহত। তবে আগামী ২ অগস্ট শ্রাবণ শিবরাত্রি পালিত হবে। শ্রাবণ শিবরাত্রি হল শিবভক্তদের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ দিন।

শ্রাবণ মাসে শিবের সেবা করলে পুণ্যলাভ হয়। এমনটাই বিশ্বাস করেন শিবভক্তরা। ক্যালেন্ডার মতে, বর্তমানে শ্রাবণ মাস অব্যাহত। তবে আগামী ২ অগস্ট শ্রাবণ শিবরাত্রি পালিত হবে। শ্রাবণ শিবরাত্রি হল শিবভক্তদের সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ দিন।

1 / 9
তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য এদিন ভক্তদের ভিড় দেখা যায় চোখের পড়ার মতো। অগণিত ভক্তদের সমাগমে বাবার থান হয়ে ওঠে পুণ্যতীর্থ। ভোলেনাথের পরম ভক্তদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উপবাস পালন করেন, তারা অত্যন্ত কঠিন নিয়ম পালন করে থাকেন।

তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য এদিন ভক্তদের ভিড় দেখা যায় চোখের পড়ার মতো। অগণিত ভক্তদের সমাগমে বাবার থান হয়ে ওঠে পুণ্যতীর্থ। ভোলেনাথের পরম ভক্তদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উপবাস পালন করেন, তারা অত্যন্ত কঠিন নিয়ম পালন করে থাকেন।

2 / 9
শিবের সেবা করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ভোলেনাথের প্রিয় কিছু জিনিস রয়েছে, এই মাসে পুজোর সময় নিবেদন করলে তার ফল পান হাতেনাতে। যেমন এই সময় শিবকে গাঁজা বা ভাঁ নিবেদন করা হলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এই সময় শিবের এই প্রিয় জিনিস ভক্তরা কি সেবন করতে পারেন? গাঁজা, ভাঁ, মদ খাওয়া কি উচিত?

শিবের সেবা করার সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। ভোলেনাথের প্রিয় কিছু জিনিস রয়েছে, এই মাসে পুজোর সময় নিবেদন করলে তার ফল পান হাতেনাতে। যেমন এই সময় শিবকে গাঁজা বা ভাঁ নিবেদন করা হলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এই সময় শিবের এই প্রিয় জিনিস ভক্তরা কি সেবন করতে পারেন? গাঁজা, ভাঁ, মদ খাওয়া কি উচিত?

3 / 9
বিশিষ্টদের মতে, অনেকেই মনে করেন, শিবের পছন্দের জিনিস গাঁজা, ভাঁ বা মদ গ্রহণ করলে তা ন্যায়সঙ্গত। কিন্তু শিবপুরাণে কোথাও এমন তথ্য উল্লেখ নেই। সেখানে এও উল্লেখ নেই যে মহাদেব ভাঁ বা মাদক জিনিস খেতেন। এমনকি টিভি-সিরিয়াল বা ছবিতে শিবকে গাঁজা বা ভাঁ গ্রহণ করতে দেখা যায়। এই তথ্য একেবারেই ভুল।

বিশিষ্টদের মতে, অনেকেই মনে করেন, শিবের পছন্দের জিনিস গাঁজা, ভাঁ বা মদ গ্রহণ করলে তা ন্যায়সঙ্গত। কিন্তু শিবপুরাণে কোথাও এমন তথ্য উল্লেখ নেই। সেখানে এও উল্লেখ নেই যে মহাদেব ভাঁ বা মাদক জিনিস খেতেন। এমনকি টিভি-সিরিয়াল বা ছবিতে শিবকে গাঁজা বা ভাঁ গ্রহণ করতে দেখা যায়। এই তথ্য একেবারেই ভুল।

4 / 9
সাধারণত, নিয়ম অনুযায়ী, শ্রাবণ মাসে মদ, গাঁজা, ভাঁ খাওয়া থেকে বিরত থাকা উচিত। শ্রাবণ মাসে মদ্যপান করা একেবারেই নিষিদ্ধ। কারণ এই সময় জীবনকে পরিশুদ্ধ করার আদর্শ মাস। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসে অ্যালকোহল বা মদ গ্রহণ করা হলে স্বাস্থ্যের ক্ষতি তো হয়ই, সঙ্গে পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যাও বেড়ে চলে। মদের নেশায় মানুষ মানসিক চাপে আক্রান্ত হতে পারেন।

সাধারণত, নিয়ম অনুযায়ী, শ্রাবণ মাসে মদ, গাঁজা, ভাঁ খাওয়া থেকে বিরত থাকা উচিত। শ্রাবণ মাসে মদ্যপান করা একেবারেই নিষিদ্ধ। কারণ এই সময় জীবনকে পরিশুদ্ধ করার আদর্শ মাস। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসে অ্যালকোহল বা মদ গ্রহণ করা হলে স্বাস্থ্যের ক্ষতি তো হয়ই, সঙ্গে পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যাও বেড়ে চলে। মদের নেশায় মানুষ মানসিক চাপে আক্রান্ত হতে পারেন।

5 / 9
শ্রাবণ মাসে মদ, গাঁজার মতো মাদক দ্রব্য পরিহার করলে আধ্যাত্মিকতা, ধ্যান ও আত্মশুদ্ধির মতো শুভ জিনিসগুলির প্রতি মনোযোগ দেওয়া উচিত। শ্রাবণ মাসে উপবাস না করলেও এই পবিত্র মাসে মদ-গাঁজা-ভাঁ তো বটেই, আমিষ খাবার যথা ডিম, মাংস, মাছ খাওয়া থেকেও বিরত থাকা উচিত।

শ্রাবণ মাসে মদ, গাঁজার মতো মাদক দ্রব্য পরিহার করলে আধ্যাত্মিকতা, ধ্যান ও আত্মশুদ্ধির মতো শুভ জিনিসগুলির প্রতি মনোযোগ দেওয়া উচিত। শ্রাবণ মাসে উপবাস না করলেও এই পবিত্র মাসে মদ-গাঁজা-ভাঁ তো বটেই, আমিষ খাবার যথা ডিম, মাংস, মাছ খাওয়া থেকেও বিরত থাকা উচিত।

6 / 9
হিন্দু ধর্মে মদ, গাঁজা গ্রহণ করাকে অনৈতিক কাজকর্ম বা নীতিবিরুদ্ধ কাজ করা বলে মনে করা হয়। শ্রাবণ মাসে প্রতিটি মানুষের মন ও শরীর শুদ্ধ ও পবিত্র রক্ষা করা উচিত। অন্যদিকে মদ বা মাদক দ্রব্য সেবন করলে শরীর ও মনকে দূষিত করে। শিবের সেবা করলেও তা পরিশুদ্ধ হয় না। অপবিত্রই থেকে যায়। এই কারণে শ্রাবণ মাসে যে কোনও মাদক দ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

হিন্দু ধর্মে মদ, গাঁজা গ্রহণ করাকে অনৈতিক কাজকর্ম বা নীতিবিরুদ্ধ কাজ করা বলে মনে করা হয়। শ্রাবণ মাসে প্রতিটি মানুষের মন ও শরীর শুদ্ধ ও পবিত্র রক্ষা করা উচিত। অন্যদিকে মদ বা মাদক দ্রব্য সেবন করলে শরীর ও মনকে দূষিত করে। শিবের সেবা করলেও তা পরিশুদ্ধ হয় না। অপবিত্রই থেকে যায়। এই কারণে শ্রাবণ মাসে যে কোনও মাদক দ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।

7 / 9
 শ্রাবণ মাসে বহু ভক্ত রয়েছেন, যাঁরা শিবের উদ্দেশ্যে ধ্যান, ধর্মীয় আচার-অনুষ্ঠান করে থাকেন। মদ সেবন করা হলে সেই শুদ্ধ ও পবিত্র কাজগুলি ব্যহত হতে পারে। কারণ মদ্যপান করা হলে মন ও শরীরে এক উত্তেজনা তৈরি হয়। অস্থির ও ভারসাম্যহীন করে তোলে।

শ্রাবণ মাসে বহু ভক্ত রয়েছেন, যাঁরা শিবের উদ্দেশ্যে ধ্যান, ধর্মীয় আচার-অনুষ্ঠান করে থাকেন। মদ সেবন করা হলে সেই শুদ্ধ ও পবিত্র কাজগুলি ব্যহত হতে পারে। কারণ মদ্যপান করা হলে মন ও শরীরে এক উত্তেজনা তৈরি হয়। অস্থির ও ভারসাম্যহীন করে তোলে।

8 / 9
মদ্যপানের কারণে শুধু ধর্মীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গ হয় তা নয়, শরীর বা স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব তৈরি হয়। যাঁরা শরীরের বিশেষ যত্ন নেন, বিশেষ ডায়েট ফলো করেন, তাঁরাও এই সময় কোনওভাবে মদ, গাঁজা বা ভাঁ খাওয়া থেকে দূরে থাকুন। শ্রাবণ মাস হল সংযমের মাস। শিবের পুজো করা মানেই কিন্তু মাদক সেবন করা নয়। পবিত্রতা ও সংযম বজায় রাখার এক অগ্নিপরীক্ষার মাস এটি। তাই যতটা সম্ভব এই পবিত্র মাসে মদ্যপান থেকে দূরে থাকেই শ্রেয়।

মদ্যপানের কারণে শুধু ধর্মীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গ হয় তা নয়, শরীর বা স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব তৈরি হয়। যাঁরা শরীরের বিশেষ যত্ন নেন, বিশেষ ডায়েট ফলো করেন, তাঁরাও এই সময় কোনওভাবে মদ, গাঁজা বা ভাঁ খাওয়া থেকে দূরে থাকুন। শ্রাবণ মাস হল সংযমের মাস। শিবের পুজো করা মানেই কিন্তু মাদক সেবন করা নয়। পবিত্রতা ও সংযম বজায় রাখার এক অগ্নিপরীক্ষার মাস এটি। তাই যতটা সম্ভব এই পবিত্র মাসে মদ্যপান থেকে দূরে থাকেই শ্রেয়।

9 / 9
Follow Us: