Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni Academy: ক্রিকেট প্রতিভার অন্বেষণে, সুপার কিংস অ্যাকাডেমির উদ্বোধন ধোনির

দেশের ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করে অঙ্কুর পর্যায় থেকে তাদের তুলে আনার কাজে ব্রতী হয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তামিলনাড়ুর হোসুরে সোমবার এমএস ধোনি গ্লোবাল স্কুলে, সুপার কিংস অ্যাকাডেমির উদ্বোধন করলেন স্বয়ং ধোনি।

| Edited By: | Updated on: Oct 11, 2022 | 2:51 PM
দেশের ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করে অঙ্কুর পর্যায় থেকে তাদের তুলে আনার কাজে ব্রতী হয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তামিলনাড়ুর হোসুরে সোমবার এমএস ধোনি গ্লোবাল স্কুলে, সুপার কিংস অ্যাকাডেমির উদ্বোধন করলেন স্বয়ং ধোনি। (ছবি:টুইটার)

দেশের ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করে অঙ্কুর পর্যায় থেকে তাদের তুলে আনার কাজে ব্রতী হয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তামিলনাড়ুর হোসুরে সোমবার এমএস ধোনি গ্লোবাল স্কুলে, সুপার কিংস অ্যাকাডেমির উদ্বোধন করলেন স্বয়ং ধোনি। (ছবি:টুইটার)

1 / 5
ধোনি হোসুরে যে সুপার কিংস অ্যাকাডেমির উদ্বোধন করেছেন সেখানে আটটি পিচ রয়েছে। এতে অনুশীলনের জন্য টার্ফ এবং ম্যাচের জন্য টার্ফ-উইকেট মাঠ রয়েছে। এমএস ধোনি গ্লোবাল স্কুল ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন সুপার কিংস অ্যাকাডেমি।(ছবি:টুইটার)

ধোনি হোসুরে যে সুপার কিংস অ্যাকাডেমির উদ্বোধন করেছেন সেখানে আটটি পিচ রয়েছে। এতে অনুশীলনের জন্য টার্ফ এবং ম্যাচের জন্য টার্ফ-উইকেট মাঠ রয়েছে। এমএস ধোনি গ্লোবাল স্কুল ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন সুপার কিংস অ্যাকাডেমি।(ছবি:টুইটার)

2 / 5
অনুষ্ঠানে ধোনি ছাড়াও উপস্থিত ছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। অনুষ্ঠানে গিয়ে ধোনি বলেন, "যখনই আমি কোনও স্কুলে যাই, মনে হয় টাইম মেশিনে চড়ে অতীতে চলে গিয়েছি। আমার স্কুলজীবনে পৌঁছে যাই। আমি সবসময় বলি, স্কুলজীবন হল জীবনের সবচেয়ে সেরা সময়। এটাই তোমাদের প্রতিভা বিকশিত হওয়ার জায়গা।"(ছবি:টুইটার)

অনুষ্ঠানে ধোনি ছাড়াও উপস্থিত ছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। অনুষ্ঠানে গিয়ে ধোনি বলেন, "যখনই আমি কোনও স্কুলে যাই, মনে হয় টাইম মেশিনে চড়ে অতীতে চলে গিয়েছি। আমার স্কুলজীবনে পৌঁছে যাই। আমি সবসময় বলি, স্কুলজীবন হল জীবনের সবচেয়ে সেরা সময়। এটাই তোমাদের প্রতিভা বিকশিত হওয়ার জায়গা।"(ছবি:টুইটার)

3 / 5
স্কুলের কচিকাঁচা ও স্টাফদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন মাহি। তিনি আরও বলেন, "আমরা এই নতুন যাত্রাপথ নিয়ে ভীষণ উত্তেজিত। চলতি বছরের এপ্রিল মাসে দুটি সেন্টারে সুপার কিংস অ্যাকাডেমি শুরু করেছি। তাই রাজ্যের অন্যান্য অংশগুলোতেও এই অ্যাকাডেমিতে ছড়িয়ে দিতে চাইলাম।"(ছবি:টুইটার)

স্কুলের কচিকাঁচা ও স্টাফদের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন মাহি। তিনি আরও বলেন, "আমরা এই নতুন যাত্রাপথ নিয়ে ভীষণ উত্তেজিত। চলতি বছরের এপ্রিল মাসে দুটি সেন্টারে সুপার কিংস অ্যাকাডেমি শুরু করেছি। তাই রাজ্যের অন্যান্য অংশগুলোতেও এই অ্যাকাডেমিতে ছড়িয়ে দিতে চাইলাম।"(ছবি:টুইটার)

4 / 5
মাহির কথায়, "আমি সবসময় ক্রীড়াজগতকে পাল্টা কিছু দিতে চেয়েছি। নিজের অভিজ্ঞতা ভাগ করা এবং নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর দারুণ সুযোগ। এবছর জুনিয়র সুপার কিংস অ্যাকাডেমিরও সূচনা করা হবে। এতে ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করতে সুবিধা হবে।" (ছবি:টুইটার)

মাহির কথায়, "আমি সবসময় ক্রীড়াজগতকে পাল্টা কিছু দিতে চেয়েছি। নিজের অভিজ্ঞতা ভাগ করা এবং নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর দারুণ সুযোগ। এবছর জুনিয়র সুপার কিংস অ্যাকাডেমিরও সূচনা করা হবে। এতে ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করতে সুবিধা হবে।" (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: