Dewald Brevis: এসএ২০ লিগে বেবি এবির কামাল, ব্রেভিসে মুগ্ধ এবিডি
SA20: শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগ। এসএ২০ লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল এমআই কেপ টাউন এবং পার্ল রয়্যালস। এসএ২০ লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে এমআই কেপ টাউন। ম্যাচের সেরা হয়েছেন ডিওয়াল্ড ব্রেভিস। ম্যাচের পর বেবি এবির মুখে শোনা গেল এবিডির কথা। প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও প্রশংসায় ভরিয়েছেন ব্রেভিসকে।
Most Read Stories