প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী, ব্যাঙ্কে কোটি-কোটি টাকা; বোর্ডের পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন ঐশ্বর্য?
Aishwarya Rai Bachchan As A Student: ৮৭৮ কোটি টাকার মালকিন ঐশ্বর্য রাই বচ্চন। বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছিলেন ১৯৯৪ সালে। বলিউডের নামকরা অভিনেত্রী ঐশ্বর্য। ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করে বচ্চন পরিবারের পুত্রবধূ হন তিনি। তাঁদের বিবাহিত জীবন নিয়ে নানা গুজব শোনা যাচ্ছে। সেই ঐশ্বর্য কেমন ছিলেন? রাই সুন্দরীর রেজ়াল্ট দেখলে অবাক হবেন...
Follow Us:
টুলু ভাষায় কথা বলতে পারেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। হিন্দি এবং ইংরেজিতেও সমান পারদর্শী তিনি। ৮৫৮ কোটি টাকার মালিক ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরী হয়েছিলেন রাই সুন্দরী। সেই থেকে তিনি লাইমলাইটে। একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন এই বচ্চন বহূ।
ঐশ্বর্যর বাবা কৃষ্ণরাজ রাই ছিলেন ভারতীয় সেনাবাহিনীর বায়োলজিস্ট। মা বৃন্দা রাই ছিলেন গৃহবধূ। ঐশ্বর্যর বড়ভাই আদিত্য রাই মার্চেন্ট নেভিতে ইঞ্জিনিয়র। ঐশ্বর্যর ছবি ‘দিল কা রিস্তা’র সহ-প্রযোজক ছিলেন তাঁর দাদা এবং লিখেছিলেন মা বৃন্দা।
ঐশ্বর্যর বাবার বদলির চাকরি ছিল। সেই কারণে মুম্বইয়ে থাকতে এসেছিল রাই পরিবার। মুম্বইয়ের আর্য বিদ্যা মন্দির হাই স্কুলে লেখাপড়া করেন ঐশ্বর্য।
ঐশ্বর্যা।
অনেকটা সেই আত্মবিশ্বাসের কারণেই, ক্লাস টেনের বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় ঐশ্বর্যর স্কুলের শিক্ষক এবং ছাত্ররা ভেবেছিলেন তিনিই প্রথম হবেন। কিন্তু তা হয়নি।
ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় সপ্তম স্থান পেয়েছিলেন ঐশ্বর্য। মন ভেঙে গিয়েছিল রাই সুন্দরীর। বুঝেছিলেন প্রথম স্থান হারানোর যন্ত্রণা।
এর পর ঐশ্বর্য একাদশ এবং দ্বাদশ শ্রেণি পড়েছিলেন জয় হিন্দ কলেজ থেকে। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় পেয়েছিলেন ৯০ শতাংশ নম্বর।
তারপর ডি জি রুপারেল কলেজ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। এখন ঐশ্বর্যর বয়স ৫০।