Banana Tea: প্রতিদিন এই চা পান করলে বদলে যাবে জীবন! হজম ও হাড়ের শক্তি বাড়বে দ্রুত, কমবে মেদও
Benefits of Banana Tea: প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে কলা চায়ে। ফলে কলা চা পানের পরে তা হজম হতেও অনেকখানি সময় লাগে। তাই কলা চা পানের পর দীর্ঘসময় পেট ভর্তি থাকার অনুভূতি পাওয়া যায়। ফলে ওজন কমাতেও সাহায্য করে কলা চা।
Most Read Stories