Aishwarya Controversy: অভিষেক-অমিতাভের আপত্তি নেই? ঐশ্বর্যের সঙ্গে এ কী করছেন রজনীকান্ত? মেজাজ হারিয়ে প্রশ্ন ভক্তের

Bollywood Gossip: মাথায় চুল নেই, এ কী অবস্থা! তবে কি তিনি এখন অবসর নিয়েছেন? রজনীকান্ত উত্তরে জানিয়েছিলেন 'না'। তারপর ঠিক কী ঘটে...

| Edited By: | Updated on: Apr 04, 2023 | 4:08 PM
বলিউডের সঙ্গে দক্ষিণ ভারতের জুটি নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে এই দুই ইন্ডাস্ট্রিকে জুটি বাঁধতে দেখা গিয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি ঐশ্বর্য রাই বচ্চনও।

বলিউডের সঙ্গে দক্ষিণ ভারতের জুটি নতুন নয়। বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে এই দুই ইন্ডাস্ট্রিকে জুটি বাঁধতে দেখা গিয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েননি ঐশ্বর্য রাই বচ্চনও।

1 / 8
দক্ষিণ থেকে পেয়েছিলেন ডাক। ছবির নাম রোবট। রজনীকান্ত অভিনীত এই ছবিতে নায়িকা হয়েছিলেন তিনি। তবে তার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি রজনীকান্তকে।

দক্ষিণ থেকে পেয়েছিলেন ডাক। ছবির নাম রোবট। রজনীকান্ত অভিনীত এই ছবিতে নায়িকা হয়েছিলেন তিনি। তবে তার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি রজনীকান্তকে।

2 / 8
তখন ছবির খবর সবে মাত্র প্রকাশ্যে এসেছে, এরই মাঝে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন রজনীকান্ত। তাঁর সঙ্গে এক ভক্ত দেখা করতে আসেন। তিনিও দেখা করেন।

তখন ছবির খবর সবে মাত্র প্রকাশ্যে এসেছে, এরই মাঝে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন রজনীকান্ত। তাঁর সঙ্গে এক ভক্ত দেখা করতে আসেন। তিনিও দেখা করেন।

3 / 8
রজনীকান্তকে দেখে একপ্রকার তিনি অবাক হয়েছিলেন। মাথায় চুল নেই, এ কী অবস্থা! তবে কি তিনি এখন অবসর নিয়েছেন? রজনীকান্ত উত্তরে জানিয়েছিলেন না। একটি ছবি তিনি করছেন।

রজনীকান্তকে দেখে একপ্রকার তিনি অবাক হয়েছিলেন। মাথায় চুল নেই, এ কী অবস্থা! তবে কি তিনি এখন অবসর নিয়েছেন? রজনীকান্ত উত্তরে জানিয়েছিলেন না। একটি ছবি তিনি করছেন।

4 / 8
ছবির নাম রোবট। শুনে ভক্ত খুশি হয়ে বলেন, বেশ ভাল। রজনীকান্ত উৎসাহ বাড়াতে তাঁকে জানান, ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন।

ছবির নাম রোবট। শুনে ভক্ত খুশি হয়ে বলেন, বেশ ভাল। রজনীকান্ত উৎসাহ বাড়াতে তাঁকে জানান, ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন।

5 / 8
শুনে সামনে বসে থাকা ব্যক্তি খুশি হয়ে জানিয়েছিলেন, দারুণ ব্যপার। তবে ছবির হিরো কে, রজনীকান্ত একটু ভেবে উত্তর দিয়েছিলেন তিনি নিজেই।

শুনে সামনে বসে থাকা ব্যক্তি খুশি হয়ে জানিয়েছিলেন, দারুণ ব্যপার। তবে ছবির হিরো কে, রজনীকান্ত একটু ভেবে উত্তর দিয়েছিলেন তিনি নিজেই।

6 / 8
শুনে ভক্ত চমকে ওঠেন। এ কী করে সম্ভব? অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের কী হল? তাঁরা কিছু বলছেন না ঐশ্বর্যকে। শুনে অস্বস্তিতে পড়ে যান রজনীকান্ত।

শুনে ভক্ত চমকে ওঠেন। এ কী করে সম্ভব? অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের কী হল? তাঁরা কিছু বলছেন না ঐশ্বর্যকে। শুনে অস্বস্তিতে পড়ে যান রজনীকান্ত।

7 / 8
যদিও তাঁকে সামাল দিতে ভক্তের সন্তানেরা মুখ খোলেন। তারা জানায়, এটা সত্যি খবর। সকলেই জানে, বলে আস্বস্তি করে নিজেদের বাবাকে। এক সাক্ষাৎকারে এই কাহিনি শেয়ার করে নিয়েছিলেন রজনীকান্ত।

যদিও তাঁকে সামাল দিতে ভক্তের সন্তানেরা মুখ খোলেন। তারা জানায়, এটা সত্যি খবর। সকলেই জানে, বলে আস্বস্তি করে নিজেদের বাবাকে। এক সাক্ষাৎকারে এই কাহিনি শেয়ার করে নিয়েছিলেন রজনীকান্ত।

8 / 8
Follow Us: