পাঠান ছবি ঘিরে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছিলেন এই ছবিতে তিনি সবথেকে বেশি বোল্ড দীপিকাকে উপস্থাপনা করতে চলেছেন।
স্পষ্টই এবার জানালেন, পাঠান গান নিয়ে তাঁর মতামত। গৌরীর কথায়- তাঁর ঝুমে যো পাঠান গানটি বেশ পছন্দ হয়েছে। তিনি গানটি বারে বারে শুনছেন।
তবে বছর ঘুরতেই পালা বদল ঘটল বক্স অফিসের চেনা ছন্দে। শাহরুখ খানের হাত ধরে পাঠান ছবি ছন্দে ফেরাল সিনেপাড়াকে। বক্স অফিসে ইতিমধ্যেই ৩০০ কোটি পেড়িয়েছে আয়।
দক্ষিণী ছবি কেজিএফ ২-কে পিছনে ফেলে এগিয়ে গেল শাহরুখ খান অভিনীত ছবি। সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সুখবর। যেখানে স্পষ্ট দেখা গেল হিন্দি ছবির প্রথম দিনে টিকিট বিক্রির নিরিখে ভারতে দ্বিতীয় স্থানে পাঠান।