Mental Health: এই অভ্যাসগুলি গড়ে তুললেই অবসাদ কাটিয়ে মন থাকবে ফুরফুরে ও ইতিবাচক
Positive mind: কয়েকটি সহজ উপায়েই মনকে সুস্থ ও ইতিবাচক রাখা সম্ভব। প্রতিদিনের রোজনামচায় কয়েকটি অভ্যাস গড়ে তুললেই মন সুস্থ ও স্বাভাবিক থাকে। সকাল থেকে কী কী ভাল কাজ করলেন, সেগুলি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একটি খাতায় লিখুন। নিজের করা অন্তত ১০টি ভাল কাজ খুঁজে লেখার চেষ্টা করুন। তারপর সেগুলি পড়ুন। তাহলে মন ইতিবাচক হবে।
Most Read Stories