UEFA Nations League: ঘরের মাঠে কলঙ্কিত ইংল্যান্ড, ৯৪ বছরের রেকর্ড ভাঙল হাঙ্গেরি

ইংল্যান্ড ঘরের মাঠে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল হাঙ্গেরির। থ্রি লায়ন্সরা ৪-০ গোলে হেরেছে হাঙ্গেরির কাছে। ১৯২৮ সালের পর এই প্রথম বার ঘরের মাঠে এইরকম লজ্জাজনক হারের মুখ দেখল ইংল্যান্ড। ৪ ম্যাচের ২টিতে ড্র ও ২টিতে হেরে গ্রুপ সি-র শেষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ৪ ম্যাচের ২টিতে জয়, ১টি হার ও ১টি ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে হাঙ্গেরি।

| Edited By: | Updated on: Jun 15, 2022 | 4:29 PM
ইংল্যান্ড ঘরের মাঠে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচের ১৬ ও ৭০ মিনিটে হাঙ্গেরির হয়ে রোলান্ড সাল্লাইয়ের (Roland Sallai) জোড়া গোল।

ইংল্যান্ড ঘরের মাঠে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচের ১৬ ও ৭০ মিনিটে হাঙ্গেরির হয়ে রোলান্ড সাল্লাইয়ের (Roland Sallai) জোড়া গোল।

1 / 5
৮০ মিনিটের মাথায় সোল্ট নাগাই (Zsolt Nagy) ইংল্যান্ডের বিরুদ্ধে গোল ব্যবধান আরও বাড়ান।

৮০ মিনিটের মাথায় সোল্ট নাগাই (Zsolt Nagy) ইংল্যান্ডের বিরুদ্ধে গোল ব্যবধান আরও বাড়ান।

2 / 5
৮২ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে লাল কার্ড দেখেন জন স্টোনস। এরপর ১০ জনের ইংল্যান্ড ৮৯ মিনিটের মাথায় ফের গোল হজম করে। সোল্ট নাগাইের পাস থেকে হাঙ্গেরির হয়ে চতুর্থ গোল করেন ড্যানিয়েল গ্যাজড্যাগ (Daniel Gazdag)।

৮২ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে লাল কার্ড দেখেন জন স্টোনস। এরপর ১০ জনের ইংল্যান্ড ৮৯ মিনিটের মাথায় ফের গোল হজম করে। সোল্ট নাগাইের পাস থেকে হাঙ্গেরির হয়ে চতুর্থ গোল করেন ড্যানিয়েল গ্যাজড্যাগ (Daniel Gazdag)।

3 / 5
৯৪ বছর পর এই প্রথম বার ঘরের মাঠে ৪-০ গোলের লজ্জাজনক হারের মুখ দেখল ইংল্যান্ড।

৯৪ বছর পর এই প্রথম বার ঘরের মাঠে ৪-০ গোলের লজ্জাজনক হারের মুখ দেখল ইংল্যান্ড।

4 / 5
৪ ম্যাচের ২টিতে জয়, ১টি হার ও ১টি ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে হাঙ্গেরি। অন্যদিকে ৪ ম্যাচের ২টিতে ড্র ও ২টিতে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শেষে রয়েছে ইংল্যান্ড।

৪ ম্যাচের ২টিতে জয়, ১টি হার ও ১টি ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে হাঙ্গেরি। অন্যদিকে ৪ ম্যাচের ২টিতে ড্র ও ২টিতে হেরে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শেষে রয়েছে ইংল্যান্ড।

5 / 5
Follow Us: