সম্প্রতি একাধিক ফোটোশুটে নজর কাড়ছেন শেহনাজ় গিল। তাঁর প্রতিটা লুকেই এক কথায় এক বিশেষ আকর্ষণ। চোখে মুখে স্পষ্ট আত্মবিশ্বাস। আরও একবার ডাব্বু রতনানীর ফ্রেমে তিনি হয়ে উঠলেন লাস্যময়ী। মুহূর্তে ছবি ভাইরাল।
কেরিয়ারে নয়া মোড় নিতে প্রস্তুত এখন শেহনাজ। জড়িয়েছে সলমন খানের সঙ্গে নাম। বারে বারে বিতর্কের কেন্দ্রেও জায়গা করে নিয়ে হয়েছে ঠিক একই কারণে। শেহনাজের এই লুক থেকে শুরু করে বোল্ডনেসের জন্য হতে হয়েছে কটাক্ষের শিকারও।
কারণ একটাই, নেই সিদ্ধার্থ শুক্লা। সেই শোক ভুলে কীভাবে তিনি স্বাভাবিক থাকছেন! সেই প্রশ্নই এখন হাঁতরে বেড়াচ্ছেন সকলে। যদিও তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই শেহনাজের। তাঁর কথায় সিদ্ধার্থ চাইতেন তিনি যেন হাসিখুশি থাকেন।
সেই কারণেই শেহনাজ এখন নিজেকে এক কথায় ভাল রাখতেই বেশি পছন্দ করেন। নিজেই জানিয়ে ছিলেন তাঁর কষ্ট তাঁর ব্যক্তিগত। তাঁর যন্ত্রণা একান্ত তাঁর নিজের। এই নিয়ে আর কোনও মন্তব্যই করতে চান না তিনি।
তাই এবার শেহনাজের পাশে দাঁড়ালেন নেটিজেনরা। না কোনও ট্রোলের ইঙ্গিত নয়। স্পষ্ট হয়ে গেল শেহনাজকে এভাবেই দেখতে পছন্দ করেন সকলে। তাই এক ভক্ত লিখলেন নিজেকে ভালবাসা ভুল নয়। স্পষ্টই এই মন্তব্যকে সমর্থন করতে পিছুপা হলেন না কেউই। ঠিক এই ছবির শুটের পোস্টেই প্রশংসা করলেন নেটপাড়া।