UPSC: ইংরাজি বলতে গেলে খেতেন হোঁচট, ঠেকে শিখেই আজ তাক লাগাচ্ছেন IAS সুরভি

UPSC: শোনা যায়, কলেজে প্রথমদিনে অধ্যাপক তাঁকে পদার্থবিদ্যার একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন কঠিন না হলেও ইংরাজিতে উত্তর দিতে পারেননি তিনি। তারপর থেকেই নতুন চ্যালেঞ্জের শুরু। সেই শুরু ঘুরে দাঁড়ানোর।

| Updated on: Jan 26, 2024 | 6:35 PM
ছোট থেকেই বড় কিছু করার ইচ্ছা। কিন্তু, স্কুল-কলেজে থাকার সময় সাবলীলভাবে ইংরাজিতে কথা বলতে পারতেন না। ভুগতেন হীনমন্যতাতেও। সেই মেয়ের কাঁধেই আজ দেশের গুরুদায়িত্ব।

ছোট থেকেই বড় কিছু করার ইচ্ছা। কিন্তু, স্কুল-কলেজে থাকার সময় সাবলীলভাবে ইংরাজিতে কথা বলতে পারতেন না। ভুগতেন হীনমন্যতাতেও। সেই মেয়ের কাঁধেই আজ দেশের গুরুদায়িত্ব।

1 / 10
কথা হচ্ছে আইএএস অফিসার সুরভি গৌতমকে নিয়ে। বাড়ি মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রাম আমদারায়। ছোট থেরে বেড়ে ওঠা একান্নবর্তী পরিবারে। পড়াশোনা গ্রামেরই ছোট্ট হিন্দি মিডিয়াম স্কুলে। তাঁর লড়াইয়ের কাহিনি আজও অনুপ্রেরণা দেশের পড়ুয়াদের কাছে।

কথা হচ্ছে আইএএস অফিসার সুরভি গৌতমকে নিয়ে। বাড়ি মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রাম আমদারায়। ছোট থেরে বেড়ে ওঠা একান্নবর্তী পরিবারে। পড়াশোনা গ্রামেরই ছোট্ট হিন্দি মিডিয়াম স্কুলে। তাঁর লড়াইয়ের কাহিনি আজও অনুপ্রেরণা দেশের পড়ুয়াদের কাছে।

2 / 10
ক্লাস টেনে পড়ার সময় থেকেই সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন সুরভি। প্রস্তুতিও শুরু সেই থেকেই। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষায় তাক লাগানো রেজাল্ট করেন। অঙ্ক ও বিজ্ঞানে একেবারে একশোয় একশো পান।

ক্লাস টেনে পড়ার সময় থেকেই সিভিল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন সুরভি। প্রস্তুতিও শুরু সেই থেকেই। দশম শ্রেণির ফাইনাল পরীক্ষায় তাক লাগানো রেজাল্ট করেন। অঙ্ক ও বিজ্ঞানে একেবারে একশোয় একশো পান।

3 / 10
সেই রেজাল্টের পর থেকেই তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় গ্রামে। তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন গ্রামের লোকজন। বড় কিছু যে একটা করবে গ্রামের ছোট্ট মেয়েটা তাতে নিশ্চিত ছিলেন অনেকেই।

সেই রেজাল্টের পর থেকেই তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় গ্রামে। তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন গ্রামের লোকজন। বড় কিছু যে একটা করবে গ্রামের ছোট্ট মেয়েটা তাতে নিশ্চিত ছিলেন অনেকেই।

4 / 10
ছোট থেকেই গ্রামের উন্নতির কথা ভাবতেন সুরভিও। দেখতেন বদলের স্বপ্ন। গ্রামে ছিল না কোনও ভাল ওষুধের দোকান, বিদ্যুতেরও অভাব ছিল। সে অভাব দূর করতে চাইতেন নিজ হাতে।

ছোট থেকেই গ্রামের উন্নতির কথা ভাবতেন সুরভিও। দেখতেন বদলের স্বপ্ন। গ্রামে ছিল না কোনও ভাল ওষুধের দোকান, বিদ্যুতেরও অভাব ছিল। সে অভাব দূর করতে চাইতেন নিজ হাতে।

5 / 10
স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হন কলেজে। পড়াশোনা শুরু ইঞ্জিনিয়রিং নিয়ে। সুরভিই গ্রামের প্রথম মহিলা যিনি গ্রামের বাইরে পড়াশোনার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন।

স্কুলের গণ্ডি পেরিয়ে ভর্তি হন কলেজে। পড়াশোনা শুরু ইঞ্জিনিয়রিং নিয়ে। সুরভিই গ্রামের প্রথম মহিলা যিনি গ্রামের বাইরে পড়াশোনার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন।

6 / 10
কিন্তু, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই নানা বিষয়ে বেগ পেতে হচ্ছিল তাঁকে। কলেজে গিয়ে দেখেন সকলেই অনর্গল ইংরাজিতে কথা বলছে। কিন্তু, তিনি তা না পারায় মনকষ্টে ভুগতে থাকেন।

কিন্তু, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই নানা বিষয়ে বেগ পেতে হচ্ছিল তাঁকে। কলেজে গিয়ে দেখেন সকলেই অনর্গল ইংরাজিতে কথা বলছে। কিন্তু, তিনি তা না পারায় মনকষ্টে ভুগতে থাকেন।

7 / 10
শোনা যায়, কলেজে প্রথমদিনে অধ্যাপক তাঁকে পদার্থবিদ্যার একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন কঠিন না হলেও ইংরাজিতে উত্তর দিতে পারেননি তিনি। তারপর থেকেই নতুন চ্যালেঞ্জের শুরু।

শোনা যায়, কলেজে প্রথমদিনে অধ্যাপক তাঁকে পদার্থবিদ্যার একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন কঠিন না হলেও ইংরাজিতে উত্তর দিতে পারেননি তিনি। তারপর থেকেই নতুন চ্যালেঞ্জের শুরু।

8 / 10
জোর দেন ইংরাজি শক্ত করার দিকেও। শেষে শুধু কলেজে নয়, গোটা বিশ্ববিদ্যালয়ে প্রথম হন তিনি। চ্যান্সেলর স্কলারশিপও পেয়েছিলেন। গেট, ইসরো, স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড, মধ্যপ্রদেশ স্টেট পাবলিক কমিশনের পরীক্ষায় বসেন। দফায় দফায় উত্তীর্ণও হন।

জোর দেন ইংরাজি শক্ত করার দিকেও। শেষে শুধু কলেজে নয়, গোটা বিশ্ববিদ্যালয়ে প্রথম হন তিনি। চ্যান্সেলর স্কলারশিপও পেয়েছিলেন। গেট, ইসরো, স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড, মধ্যপ্রদেশ স্টেট পাবলিক কমিশনের পরীক্ষায় বসেন। দফায় দফায় উত্তীর্ণও হন।

9 / 10
পরবর্তীতে সিভিল সার্ভিস পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ হন তিনি। গোটা দেশে ৫০ র‌্যাঙ্ক করেছিলেন। প্রথম কাজে যোগ দেন গুজরাটে।

পরবর্তীতে সিভিল সার্ভিস পরীক্ষাতেও সসম্মানে উত্তীর্ণ হন তিনি। গোটা দেশে ৫০ র‌্যাঙ্ক করেছিলেন। প্রথম কাজে যোগ দেন গুজরাটে।

10 / 10
Follow Us: