Jordan Pickford: ছেলে-সহ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে, স্বপ্নের বিয়ে ইংরেজ গোলরক্ষকের

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে কনে একজনই। মলদ্বীপের চোখ ধাঁধানো সমুদ্রকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে গাঁটছড়া জর্ডানের।

| Edited By: | Updated on: Jul 15, 2022 | 7:00 AM
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে কনে একজনই। মলদ্বীপের চোখ ধাঁধানো সমুদ্রকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে গাঁটছড়া জর্ডানের। (ছবি:ইনস্টাগ্রাম)

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে এভার্টন এবং ইংল্যান্ডের জাতীয় দলের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে কনে একজনই। মলদ্বীপের চোখ ধাঁধানো সমুদ্রকে সাক্ষী রেখে দীর্ঘদিনের বান্ধবী মেগান ডেভিসনের সঙ্গে গাঁটছড়া জর্ডানের। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 6
করোনা বিশ্বকে গ্রাস করার আগে বিয়ের আইনি সইসাবুদ সেরেছিলেন জর্ডান-মেগান। তবে জাঁকজমক করে বিয়েটা আর হয়নি। বছর দুয়েক পর পড়ে থাকা কাজটাই সেরে ফেললেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

করোনা বিশ্বকে গ্রাস করার আগে বিয়ের আইনি সইসাবুদ সেরেছিলেন জর্ডান-মেগান। তবে জাঁকজমক করে বিয়েটা আর হয়নি। বছর দুয়েক পর পড়ে থাকা কাজটাই সেরে ফেললেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 6
মলদ্বীপের সমুদ্র সৈকতে স্বপ্নের বিয়ে। ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল মঞ্চ।(ছবি:ইনস্টাগ্রাম)

মলদ্বীপের সমুদ্র সৈকতে স্বপ্নের বিয়ে। ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছিল মঞ্চ।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 6
বিয়ের পর চোখ জুড়ানো ব্যকড্রপে প্রথম চুম্বন নববিবাহিত জর্ডান-মেগানের।(ছবি:ইনস্টাগ্রাম

বিয়ের পর চোখ জুড়ানো ব্যকড্রপে প্রথম চুম্বন নববিবাহিত জর্ডান-মেগানের।(ছবি:ইনস্টাগ্রাম

4 / 6
বাবা-মায়ের মাঝে। জর্ডান-মেগানের বিয়ের সাক্ষী থাকল ছেলে আরলো। সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)

বাবা-মায়ের মাঝে। জর্ডান-মেগানের বিয়ের সাক্ষী থাকল ছেলে আরলো। সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁরা।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 6
খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার উপস্থিত ছিল বিয়েতে। সর্বসাকুল্যে অতিথির সংখ্যা ১৩।

খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার উপস্থিত ছিল বিয়েতে। সর্বসাকুল্যে অতিথির সংখ্যা ১৩।

6 / 6
Follow Us: