Kalashtami 2024: কাল ভৈরবকে তুষ্ট না করলে শ্রাবণে শিবের আরাধনা সম্পূর্ণ হয় না! এবছর কবে পড়েছে কালাষ্টমী, জানুন পুজোবিধি

Sawan Month 2024: শ্রাবণ মাসে ভোলেবাবার সেবার করার পাশাপাশি কাল ভৈরবের আরাধনা করা আবশ্যিক। কথিত আছে, শ্রাবণ মাসে কাল ভৈরবের উপাসনা না করলে শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। এই জন্য কালাষ্টমীর দিন শুভ মুহূর্তে কাল ভৈরবকে অর্ঘ্য নিবেদন করে পুজো করা উচিত। এদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার জামাকাপড় পরিধান করুন।

| Updated on: Jul 23, 2024 | 1:45 PM
ক্যালেন্ডার অনুসারে, প্রতি মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী তিথি পালিত হয়। কথিত আছে, এই বিশেষ দিনের শুভ সময়ে ভক্তরা কাল ভৈরবের আরাধনা করলে জীবন থেকে দুঃখ-আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন।

ক্যালেন্ডার অনুসারে, প্রতি মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী তিথি পালিত হয়। কথিত আছে, এই বিশেষ দিনের শুভ সময়ে ভক্তরা কাল ভৈরবের আরাধনা করলে জীবন থেকে দুঃখ-আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন।

1 / 9
হিন্দুধর্মে শ্রাবণ মাসে কালাষ্টমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই পবিত্র দিনে কাল ভৈরবের বিশেষ আচার-বিধি মেনে উপাসনার জন্য উত্‍সর্গ করা হয়। মনে করা হয়, শিবের এই রুদ্র অবতারকে পুজো করা হলে সব ইচ্ছে পূরণ হয়। এছাড়া শ্রাবণ মাসে মহাদেবের পুজোর পাশাপাশি কাল ভৈরবের আরাধনা করা উচিত।

হিন্দুধর্মে শ্রাবণ মাসে কালাষ্টমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই পবিত্র দিনে কাল ভৈরবের বিশেষ আচার-বিধি মেনে উপাসনার জন্য উত্‍সর্গ করা হয়। মনে করা হয়, শিবের এই রুদ্র অবতারকে পুজো করা হলে সব ইচ্ছে পূরণ হয়। এছাড়া শ্রাবণ মাসে মহাদেবের পুজোর পাশাপাশি কাল ভৈরবের আরাধনা করা উচিত।

2 / 9
এবার কালাষ্টমী পালিত হবে ২৮ জুলাই, রবিবার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অষ্টমী তিথি শুরু হবে ২৭ জুলাই, রাত ৯টা ২০ মিনিট থেকে। একই সময়ে, ২৮ জুলাই, সন্ধ্যে ৭টা ২৭ মিনিটে অবসান ঘটবে এই তিথির। উদয়তিথি সনাতন ধর্মে বৈধ। তাই ক্যালেন্ডারকে সামনে রেখে চলতি মাসের  ২৮ জুলাই এই উৎসব পালিত হবে।

এবার কালাষ্টমী পালিত হবে ২৮ জুলাই, রবিবার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অষ্টমী তিথি শুরু হবে ২৭ জুলাই, রাত ৯টা ২০ মিনিট থেকে। একই সময়ে, ২৮ জুলাই, সন্ধ্যে ৭টা ২৭ মিনিটে অবসান ঘটবে এই তিথির। উদয়তিথি সনাতন ধর্মে বৈধ। তাই ক্যালেন্ডারকে সামনে রেখে চলতি মাসের ২৮ জুলাই এই উৎসব পালিত হবে।

3 / 9
শ্রাবণ মাসে ভোলেবাবার সেবার করার পাশাপাশি কাল ভৈরবের আরাধনা করা আবশ্যিক। কথিত আছে, শ্রাবণ মাসে কাল ভৈরবের উপাসনা না করলে শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। এই জন্য কালাষ্টমীর দিন শুভ মুহূর্তে কাল ভৈরবকে অর্ঘ্য নিবেদন করে পুজো করা উচিত। এদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার জামাকাপড় পরিধান করুন।

শ্রাবণ মাসে ভোলেবাবার সেবার করার পাশাপাশি কাল ভৈরবের আরাধনা করা আবশ্যিক। কথিত আছে, শ্রাবণ মাসে কাল ভৈরবের উপাসনা না করলে শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। এই জন্য কালাষ্টমীর দিন শুভ মুহূর্তে কাল ভৈরবকে অর্ঘ্য নিবেদন করে পুজো করা উচিত। এদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে পরিষ্কার জামাকাপড় পরিধান করুন।

4 / 9
 পুজোর ঘর ভালো করে পরিষ্কার করে একটি বেদিতে ভৈরব বাবার মূর্তি স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। সুগন্ধি ছড়িয়ে ফুলের মালা অর্পণ করুন। এরপর চন্দনের তিলক দিন। ফল, মিষ্টি ও ঘরের তৈরির ভোগ নিবেদন করুন। এরপর কালভৈরবের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে কাল ভৈরব অষ্টক পাঠ করুন।

পুজোর ঘর ভালো করে পরিষ্কার করে একটি বেদিতে ভৈরব বাবার মূর্তি স্থাপন করুন। তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। সুগন্ধি ছড়িয়ে ফুলের মালা অর্পণ করুন। এরপর চন্দনের তিলক দিন। ফল, মিষ্টি ও ঘরের তৈরির ভোগ নিবেদন করুন। এরপর কালভৈরবের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে কাল ভৈরব অষ্টক পাঠ করুন।

5 / 9
আরতি করে পুজো শেষ করন। সবশেষে পুজোর শেষে নিজ কর্মের ক্ষমা চেয়ে প্রার্থনা করুন। পরদিন ভোগ প্রসাদ হিসেবে খেয়ে উপবাস ভঙ্গ করুন। প্রসাদ বিি করতে পারেন। দুঃস্থদের দান করতে পারেন। তাতে আপনার পুণ্যলাভ হতে পারে।

আরতি করে পুজো শেষ করন। সবশেষে পুজোর শেষে নিজ কর্মের ক্ষমা চেয়ে প্রার্থনা করুন। পরদিন ভোগ প্রসাদ হিসেবে খেয়ে উপবাস ভঙ্গ করুন। প্রসাদ বিি করতে পারেন। দুঃস্থদের দান করতে পারেন। তাতে আপনার পুণ্যলাভ হতে পারে।

6 / 9
ভৈরবষ্টমীতে গঙ্গায় স্নান করে উপবাস করা শুরু করতে পারেন। এছাড়া এদিন পিতৃ তর্পণ-শ্রাদ্ধ করে সারা বছরের জন্য সাময়িক ও অলৌকিক বাধা থেকে মুক্তি পান। এদিন দুধ, দই ইত্যাদি খাওয়ানোর বিধান আছে।

ভৈরবষ্টমীতে গঙ্গায় স্নান করে উপবাস করা শুরু করতে পারেন। এছাড়া এদিন পিতৃ তর্পণ-শ্রাদ্ধ করে সারা বছরের জন্য সাময়িক ও অলৌকিক বাধা থেকে মুক্তি পান। এদিন দুধ, দই ইত্যাদি খাওয়ানোর বিধান আছে।

7 / 9
পুরাণ ও শাস্ত্রমতে, ভগবান কাল ভৈরব হলেন মহাদেবের রুদ্র তাণ্ডবের প্রকাশ। জীবনে যারা খারাপ ও পাপ করার মতো কাজ করেন, তাঁরা কাল ভৈরবের ক্রোধের সম্মুখীন হন। পাশাপাশি যিনি জীবনে সর্বদা সত্‍, ভাল কাজ করেন, তাদের প্রতি সন্তুষ্ট হন। কখনওই নেতিবাচক শক্তি,  অন্যের সঙ্গে সমস্যা তৈরি করেন না, ভূত-প্রেতের জালে জডিয়ে পড়েন না, তাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন তিনি।

পুরাণ ও শাস্ত্রমতে, ভগবান কাল ভৈরব হলেন মহাদেবের রুদ্র তাণ্ডবের প্রকাশ। জীবনে যারা খারাপ ও পাপ করার মতো কাজ করেন, তাঁরা কাল ভৈরবের ক্রোধের সম্মুখীন হন। পাশাপাশি যিনি জীবনে সর্বদা সত্‍, ভাল কাজ করেন, তাদের প্রতি সন্তুষ্ট হন। কখনওই নেতিবাচক শক্তি, অন্যের সঙ্গে সমস্যা তৈরি করেন না, ভূত-প্রেতের জালে জডিয়ে পড়েন না, তাদের প্রতি আশীর্বাদ প্রদান করেন তিনি।

8 / 9
কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। তাঁর আরাধনা ছাড়া বাবা বিশ্বনাথের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান ভৈরবের ভক্তদের ক্ষতি করলে সেই ব্যক্তি তিন জগতে কোথাও আশ্রয় পায় না।

কাল ভৈরবকে কাশীর কোতোয়াল বলা হয়। তাঁর আরাধনা ছাড়া বাবা বিশ্বনাথের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান ভৈরবের ভক্তদের ক্ষতি করলে সেই ব্যক্তি তিন জগতে কোথাও আশ্রয় পায় না।

9 / 9
Follow Us: