কেউ কেউ চা খুব পছন্দ করেন। অনেকে আবার চায়ের প্রতি তেনন ভালবাসা নেই। কিন্তু চা পান একেবারেই করেন না, এমন স্বভাবের মানুষের দেখা খুবই বিরল। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই অনেকেই আছেন, প্রথমে চায়ের কাপে চমুক না দিলে দিন শুরু হয় না। চায়ের স্বাদেই মন হয় চনমনে। দুধ চা, গ্রিন টি, কিংবা লিকার খাওয়ার অভ্যেসই বেশি।