Egg for Hair: দূষণ ও শুষ্ক আবহাওয়ার মাঝে চুলে পান কেরাটিনের এফেক্ট, হাতের কাছে থাকা ডিম দিয়ে বানান হেয়ার মাস্ক

DIY Hair Mask: বেশিরভাগ মানুষের হেয়ার কেয়ার সীমাবদ্ধ থাকে শ্যাম্পু-কন্ডিশনারের মধ্যে। আবার কেউ কেউ তেলের সাহায্যও নেন। কিন্তু শীত পড়ার মুখে আর উৎসবের আবহে চুলের বিশেষ পরিচর্যা দরকার। আর এক্ষেত্রে কাজে আসে ডিম। ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করুন।

| Edited By: | Updated on: Nov 09, 2023 | 9:30 AM
কয়েকদিন পরই কালীপুজো। তারপরেই ভাইফোঁটা। এই উৎসবের মরশুমে ত্বকের পাশাপাশি চুলের দেখভাল করছেন তো? উৎসবের দিনগুলোতে চুলে স্টাইল করবেন, তাই এর খেয়াল রাখা দরকার। 

কয়েকদিন পরই কালীপুজো। তারপরেই ভাইফোঁটা। এই উৎসবের মরশুমে ত্বকের পাশাপাশি চুলের দেখভাল করছেন তো? উৎসবের দিনগুলোতে চুলে স্টাইল করবেন, তাই এর খেয়াল রাখা দরকার। 

1 / 8
বাতাসে শিরশিরানি ভাব। তার সঙ্গে আর্দ্রতার অভাব আর দূষণের মাত্রা বেশি। এই অবস্থায় চুলও আর্দ্রতা হারায়। চুলেরও ক্ষয় হতে থাকে। তাই এই মরশুমে চুলের যত্ন নেওয়া একান্ত জরুরি।

বাতাসে শিরশিরানি ভাব। তার সঙ্গে আর্দ্রতার অভাব আর দূষণের মাত্রা বেশি। এই অবস্থায় চুলও আর্দ্রতা হারায়। চুলেরও ক্ষয় হতে থাকে। তাই এই মরশুমে চুলের যত্ন নেওয়া একান্ত জরুরি।

2 / 8
বেশিরভাগ মানুষের হেয়ার কেয়ার সীমাবদ্ধ থাকে শ্যাম্পু-কন্ডিশনারের মধ্যে। আবার কেউ কেউ তেলের সাহায্যও নেন। কিন্তু শীত পড়ার মুখে আর উৎসবের আবহে চুলের বিশেষ পরিচর্যা দরকার। আর এক্ষেত্রে কাজে আসে ডিম। 

বেশিরভাগ মানুষের হেয়ার কেয়ার সীমাবদ্ধ থাকে শ্যাম্পু-কন্ডিশনারের মধ্যে। আবার কেউ কেউ তেলের সাহায্যও নেন। কিন্তু শীত পড়ার মুখে আর উৎসবের আবহে চুলের বিশেষ পরিচর্যা দরকার। আর এক্ষেত্রে কাজে আসে ডিম। 

3 / 8
ডিম চুলকে পুষ্টি জোগাতে এবং চুলের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষত ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা চুলকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করলে প্রোটিনও পাওয়া যাবে, যা চুলের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ডিম চুলকে পুষ্টি জোগাতে এবং চুলের মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষত ডিমের হলুদ অংশে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা চুলকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। ডিমের হেয়ার মাস্ক ব্যবহার করলে প্রোটিনও পাওয়া যাবে, যা চুলের স্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

4 / 8
২টো ডিম ভাল করে ফেটিয়ে নিন। এবার এটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট মাথায় শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন। এরপর প্রথমে ঠান্ডা জল ও পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 

২টো ডিম ভাল করে ফেটিয়ে নিন। এবার এটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট মাথায় শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন। এরপর প্রথমে ঠান্ডা জল ও পরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 

5 / 8
একই উপায়ে, ডিমের সঙ্গে টক দই মিশিয়েও চুলে লাগাতে পারেন। ডিম ও টক দই একসঙ্গে ফেটিয়ে চুলে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রোটিন সমৃদ্ধ এই হেয়ার মাস্ক আপনার চুলে সতেজতা এনে দেবে। 

একই উপায়ে, ডিমের সঙ্গে টক দই মিশিয়েও চুলে লাগাতে পারেন। ডিম ও টক দই একসঙ্গে ফেটিয়ে চুলে মাখুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রোটিন সমৃদ্ধ এই হেয়ার মাস্ক আপনার চুলে সতেজতা এনে দেবে। 

6 / 8
টক দইয়ের সঙ্গে আপনি ডিমের সঙ্গে অলিভ অয়েল কিংবা মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন। ডিমের তৈরি এই হেয়ার মাস্কগুলো চুলকে ডিপ-কন্ডিশনিং করতে সাহায্য করে। যা শুষ্ক আবহাওয়াতেও চুলের আর্দ্রতা বজায় রাখে।

টক দইয়ের সঙ্গে আপনি ডিমের সঙ্গে অলিভ অয়েল কিংবা মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন। ডিমের তৈরি এই হেয়ার মাস্কগুলো চুলকে ডিপ-কন্ডিশনিং করতে সাহায্য করে। যা শুষ্ক আবহাওয়াতেও চুলের আর্দ্রতা বজায় রাখে।

7 / 8
এছাড়া ডিম দিয়ে চুল ধুতে পারেন। শ্যাম্পু করার পর এক কাপ জলের সঙ্গে ডিম গুলে নিন। এটি স্ক্যাল্পে ঢেলে ভাল করে ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেই চুলে আসবে মসৃণতা। 

এছাড়া ডিম দিয়ে চুল ধুতে পারেন। শ্যাম্পু করার পর এক কাপ জলের সঙ্গে ডিম গুলে নিন। এটি স্ক্যাল্পে ঢেলে ভাল করে ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেই চুলে আসবে মসৃণতা। 

8 / 8
Follow Us: