বর্তমানে বাজারে টমেটোর দাম আকাশছোঁয়া। তবে টমেটো রূপচর্চায় খুব ভাল কাজ করে। বিশেষত সানট্যান, মুখের দাগছোপ তুলতে টমেটোর এই ক্রিমের কোনও তুলনা নেই। যাঁদের মুখে ব্রণর সমস্যা রয়েছে তাঁদের জন্য আদর্শ। একবার বানিয়ে ব্যবহার করলে বারবার করতে চাইবেন।
টমেটো অর্ধেক করে গ্রেটারে আগে ভাল করে গ্রেট করে নিতে হবে। এবার তা ছাঁকনিতে ছেঁকে নিতে কাথ্থ বের করে নিতে হবে।
ছেঁকে নেওয়ার পর টমেটোর অবশিষ্ট অংশ না ফেলে অন্য একটা বাটিতে রেখে দিন। একটা বড় আলু কুরে নিয়েও রস বের করে নিতে হবে।
টমেটো আর আলুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ জল মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নিয়ে গ্যাসে একেবারে হালকা আঁচে বসিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তে ঘন করে নিন। এতেই জেল তৈরি হয়ে যাবে।
এই জেলের মধ্যে এক ছোট চামচ গ্লিসারিন আর অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই দুটো উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিয়ে মিশিয়ে নিন।
বাটি টমেটোর মধ্যে একটু চালগুঁড়ো, মধু মিশিয়ে একটা স্ক্রাবার তৈরি করে নিন। এটা মুখে লাগিয়ে ভাল করে স্ক্রাব করলে তেলতেলে ভাব দূর হয়ে যাবে। স্কিন পালিশ করতে সাহায্য করবে এই মিশ্রণ।
মুখ ধুয়ে এবার এই টমেটোর ক্রিম মুখে মেখে নিন। টানা ১০ দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম মেখে নিন। এতে গ্লোয়িং ভাব সুন্দর ভাবে বজায় থাকবে।