T20 World Cup 2021: বিশ্বকাপের আসরে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেন যে তারকারা

এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন তিন তারকা ক্রিকেটার। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান (Asghar Afghan), ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্পেশালিস্ট ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) এবং ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (Chris Gayle)। যদিও নিজের জন্মস্থান জামাইকায় দর্শকভর্তি গ্যালারির সামনে অবসর নিতে চান গেইল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের শেষে মেজাজে এমনটাই বলেন ইউনিভার্সাল বস।

| Edited By: | Updated on: Nov 09, 2021 | 9:34 AM
ডোয়েন ব্র্যাভো - চলতি টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে নিলেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্র্যাভোর। ওই বছরই তিনি প্রথম টেস্টও খেলেন। ২০০৬ সালে তাঁর টি-২০ ক্রিকেটে অভিষেক হয়। টি-২০ স্পেশালিস্ট ব্র্যাভো ৪০টা টেস্ট ও ১৬৪টা একদিনের ম্যাচ খেলেছেন। রান করেছেন মোট ৩১৮৮ ও উইকেট নিয়েছেন ২৮৫টা। দেশের হয়ে ৯০টা টি-২০ ম্যাচ খেলেছেন। করেছেন ১২৪৫ রান ও নিয়েছেন ৭৮টা উইকেট।

ডোয়েন ব্র্যাভো - চলতি টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে নিলেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্র্যাভোর। ওই বছরই তিনি প্রথম টেস্টও খেলেন। ২০০৬ সালে তাঁর টি-২০ ক্রিকেটে অভিষেক হয়। টি-২০ স্পেশালিস্ট ব্র্যাভো ৪০টা টেস্ট ও ১৬৪টা একদিনের ম্যাচ খেলেছেন। রান করেছেন মোট ৩১৮৮ ও উইকেট নিয়েছেন ২৮৫টা। দেশের হয়ে ৯০টা টি-২০ ম্যাচ খেলেছেন। করেছেন ১২৪৫ রান ও নিয়েছেন ৭৮টা উইকেট।

1 / 5
 ক্রিস গেইল - ২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্রিস গেইলের (Chris Gayle)। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে গেইলের ঝুলিতে রয়েছে ১,৮৯৯ রান। যার মধ্যে রয়েছে দু'টি সেঞ্চুরি। এ ছাড়াও ক্যারিবিয়ান সুপার স্টার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট খেলেছেন। সেখানে ৭২১৪ রান করেছেন গেইল। টেস্টে ইউনিভার্সাল বসের সর্বোচ্চ রান ৩৩৩। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০১ টি একদিনের ম্যাচে খেলে ১০,৪৮০ রান করেছেন।

ক্রিস গেইল - ২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্রিস গেইলের (Chris Gayle)। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে গেইলের ঝুলিতে রয়েছে ১,৮৯৯ রান। যার মধ্যে রয়েছে দু'টি সেঞ্চুরি। এ ছাড়াও ক্যারিবিয়ান সুপার স্টার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট খেলেছেন। সেখানে ৭২১৪ রান করেছেন গেইল। টেস্টে ইউনিভার্সাল বসের সর্বোচ্চ রান ৩৩৩। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০১ টি একদিনের ম্যাচে খেলে ১০,৪৮০ রান করেছেন।

2 / 5
অসগর আফগান - এ বারের টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান (Asghar Afghan)। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জার্সিতে অভিষেক হয় অসগর আফগানের। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল আফগানের। দেশের হয়ে ৬ টেস্ট, ১১৪ একদিনের ম্যাচ আর ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে (T20I) ৫২টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ৪২টি ম্যাচে জিতেছিলেন।

অসগর আফগান - এ বারের টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান (Asghar Afghan)। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জার্সিতে অভিষেক হয় অসগর আফগানের। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল আফগানের। দেশের হয়ে ৬ টেস্ট, ১১৪ একদিনের ম্যাচ আর ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে (T20I) ৫২টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ৪২টি ম্যাচে জিতেছিলেন।

3 / 5
বিশ্বকাপের মাঝে চোটে ছিটকে যান সাকিব আল হাসান - এ বারের টি-২০ বিশ্বকাপটা ভালো যায়নি বাংলাদেশের। টুর্নামেন্টের শেষ ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান টাইগারদের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। একা সাকিব তো দলকে জেতাতে পারেন না। এ কথাটা বিসিবিকে এ বার বুঝতে হবে।

বিশ্বকাপের মাঝে চোটে ছিটকে যান সাকিব আল হাসান - এ বারের টি-২০ বিশ্বকাপটা ভালো যায়নি বাংলাদেশের। টুর্নামেন্টের শেষ ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যান টাইগারদের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। একা সাকিব তো দলকে জেতাতে পারেন না। এ কথাটা বিসিবিকে এ বার বুঝতে হবে।

4 / 5
জেসন রয় - এ বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন পায়ে চোট পান ইংল্যান্ডের ওপেনার জেসন রয় (Jason Roy)। যার ফলে মাঝপথে খেলা ছেড়ে বেরিয়েও যান রয়। স্ক্যান করানোর পর দেখা গিয়েছে, রয়ের যা চোট, বিশ্বকাপের বাকি ম্যাচে খেলা সম্ভব নয়। তাই তাঁর বদলে ইংল্যান্ড টিমে এলেন জেমস ভিন্স।

জেসন রয় - এ বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ চলাকালীন পায়ে চোট পান ইংল্যান্ডের ওপেনার জেসন রয় (Jason Roy)। যার ফলে মাঝপথে খেলা ছেড়ে বেরিয়েও যান রয়। স্ক্যান করানোর পর দেখা গিয়েছে, রয়ের যা চোট, বিশ্বকাপের বাকি ম্যাচে খেলা সম্ভব নয়। তাই তাঁর বদলে ইংল্যান্ড টিমে এলেন জেমস ভিন্স।

5 / 5
Follow Us: