T20 World Cup 2021: বিশ্বকাপের আসরে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানালেন যে তারকারা
এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মঞ্চে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন তিন তারকা ক্রিকেটার। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান (Asghar Afghan), ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্পেশালিস্ট ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) এবং ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (Chris Gayle)। যদিও নিজের জন্মস্থান জামাইকায় দর্শকভর্তি গ্যালারির সামনে অবসর নিতে চান গেইল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের শেষে মেজাজে এমনটাই বলেন ইউনিভার্সাল বস।
Most Read Stories