Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manasa Varanasi : হারনাজের পর কি খেতাব জিতবেন তেলেঙ্গানার বারাণসী?

Miss World 2021: এই বছর ফেব্রুয়ারিতে মিস ইন্ডিয়া ওর্য়াল্ড ২০২০-এর খেতাব জিতেছেন মানাসা। এরপরই তিনি সুযোগ পান মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বরাবরই তাঁর অনুপ্রেরণা। প্রিয়াঙ্কার মতো করেই নিজের জীবনে এগিয়ে যেতে চান তিনি

| Edited By: | Updated on: Dec 16, 2021 | 12:40 PM
কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। আর তার প্রকৃত উদাহরণ হলেন মানাসা। হায়দরাবাদের মেয়ে মানাসা বারাণসী, ৭০ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ( Miss World 2021 Pageant) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন মানাসী। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে এখন ফিনান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যানালিস্ট হিসেবে কর্মরত মানাসী। কিন্তু পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। ঝুলিতে তাঁর একাধিক খেতাব। ২০২০ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তিনি। এবছরই ফেব্রুয়ারি মাসে হয় সেই প্রতিযোগিতা। মিস ইন্ডিয়া ওর্য়াল্ডের খেতাব জেতার পরই তিনি সুযোগ পান এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার।

কথায় বলে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। আর তার প্রকৃত উদাহরণ হলেন মানাসা। হায়দরাবাদের মেয়ে মানাসা বারাণসী, ৭০ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ( Miss World 2021 Pageant) ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন মানাসী। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করে এখন ফিনান্সিয়াল ইনফরমেশন এক্সচেঞ্জ অ্যানালিস্ট হিসেবে কর্মরত মানাসী। কিন্তু পাশাপাশি বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন তিনি। ঝুলিতে তাঁর একাধিক খেতাব। ২০২০ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন তিনি। এবছরই ফেব্রুয়ারি মাসে হয় সেই প্রতিযোগিতা। মিস ইন্ডিয়া ওর্য়াল্ডের খেতাব জেতার পরই তিনি সুযোগ পান এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার।

1 / 7
মানাসা ভালবাসেন বিশ্বের আর্থিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে। সেই সঙ্গে বরাবরই খুব শান্ত স্বভাবের মেয়ে তিনি। ভারতনাট্যম এবং সঙ্গীত- এই দুই শিল্পেই তিনি সমান দক্ষ। মানাসার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন তাঁর মা, ঠাকুমা ও তাঁর ছোট বোন। এই তিন মহিলা ছাড়াও মানাসার জীবনকে অনুপ্রাণিত করেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি নিজেও ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন।

মানাসা ভালবাসেন বিশ্বের আর্থিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে। সেই সঙ্গে বরাবরই খুব শান্ত স্বভাবের মেয়ে তিনি। ভারতনাট্যম এবং সঙ্গীত- এই দুই শিল্পেই তিনি সমান দক্ষ। মানাসার জীবনকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন তাঁর মা, ঠাকুমা ও তাঁর ছোট বোন। এই তিন মহিলা ছাড়াও মানাসার জীবনকে অনুপ্রাণিত করেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি নিজেও ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন।

2 / 7
বরাবরই প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে খুবই পছন্দ তাঁর। প্রিয়াঙ্কার মতো করে সর্বত্র তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, চান নিজের মত করে জীবনকে বেছে নিতে।

বরাবরই প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে খুবই পছন্দ তাঁর। প্রিয়াঙ্কার মতো করে সর্বত্র তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, চান নিজের মত করে জীবনকে বেছে নিতে।

3 / 7
এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে সান জুয়ানের কোলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলেটে। ১৬ ডিসেম্বর হবে এই অনুষ্ঠান।

এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে সান জুয়ানের কোলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল অ্যাগ্রেলেটে। ১৬ ডিসেম্বর হবে এই অনুষ্ঠান।

4 / 7
তেলঙ্গানা সরকারের সঙ্গে নারী ও শিশুকল্যাণ মূলক বেশ কিছু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মানাসা। ‘Beauty With A Purpose’ project (BWAP), -এই প্রকল্পের মাধ্যমেই তিনি কাজ করেন তাঁর রাজ্যের অনগ্রসর মহিলাদের নিয়ে।

তেলঙ্গানা সরকারের সঙ্গে নারী ও শিশুকল্যাণ মূলক বেশ কিছু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন মানাসা। ‘Beauty With A Purpose’ project (BWAP), -এই প্রকল্পের মাধ্যমেই তিনি কাজ করেন তাঁর রাজ্যের অনগ্রসর মহিলাদের নিয়ে।

5 / 7
আর এই প্রকল্পের মাধ্যমেই তিনি সরকারের কাছে দাবি তোলেন নারী ও শিশু সুরক্ষার।

আর এই প্রকল্পের মাধ্যমেই তিনি সরকারের কাছে দাবি তোলেন নারী ও শিশু সুরক্ষার।

6 / 7
এছাড়াও স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত। পিছিয়ে পড়া শিশুদের নিয়মিত অংক এবং ইংরেজি পড়ান তিনি।

এছাড়াও স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত। পিছিয়ে পড়া শিশুদের নিয়মিত অংক এবং ইংরেজি পড়ান তিনি।

7 / 7
Follow Us:
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'