EFL CUP 2021: হেরে বিদায় ম্যান ইউয়ের
লিগ কাপ থেকে বিদায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। ম্যান ইউকে ১-০ গোলে হারাল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (West Ham United)। ৪ দিনের ব্যবধানেই মধুর প্রতিশোধ ওয়েস্ট হ্যামের। কয়েকদিন আগেই লিগের ম্যাচে ম্যান ইউয়ের কাছে হেরেছিল ওয়েস্ট হ্যাম। খেলার ৯ মিনিটে জয়সূচক গোল ম্যানুয়েল ল্যানজিনির (Manuel Lanzini)। রোনাল্ডোকে এ দিনের ম্যাচে খেলাননি ম্যান ইউ কোচ ওলে গানার সোলসজায়ের (Ole Gunner Solskjaer)।
Most Read Stories