Mangala Gauri Vrat 2024: শিবের মাসেই শুরু মঙ্গলা গৌরী ব্রত! দাম্পত্যে সুখের বন্যা আসবে এই সময়ে এই মন্ত্র জপ করলে

Sawan Month 2024: শ্রাবণ মাসের প্রথম সোমবারের মতোই শিবের মাসের প্রথম মঙ্গলবারও বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণের সোমবারের মতোই এই পবিত্র মাসে প্রতিটি মঙ্গলবার এই ব্রত ও উপবাস পালন করার নিয়ম রয়েছে। সাধারণত বিবাহিত মহিলারা এই ব্রত ও উপবাস পালন করে থাকেন। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য, দাম্পত্য সুখের জন্য এই উপবাস পালন করেন সাধারণত।

| Updated on: Jul 23, 2024 | 11:40 AM
শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মঙ্গলা গৌরী ব্রত ও উপবাস। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, ২৩ জুলাই থেকে পালিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ব্রত ও উপবাস। কথিত আছে, দাম্পত্য জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে ও মঙ্গলদোষ দূর করতে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মঙ্গলা গৌরী ব্রত ও উপবাস। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, ২৩ জুলাই থেকে পালিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ব্রত ও উপবাস। কথিত আছে, দাম্পত্য জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে ও মঙ্গলদোষ দূর করতে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

1 / 9
শ্রাবণ মাসের প্রথম সোমবারের মতোই শিবের মাসের প্রথম মঙ্গলবারও বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণের সোমবারের মতোই এই পবিত্র মাসে প্রতিটি মঙ্গলবার এই ব্রত ও উপবাস পালন করার নিয়ম রয়েছে। সাধারণত বিবাহিত মহিলারা এই ব্রত ও উপবাস পালন করে থাকেন। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য,  দাম্পত্য সুখের জন্য এই উপবাস পালন করেন সাধারণত।

শ্রাবণ মাসের প্রথম সোমবারের মতোই শিবের মাসের প্রথম মঙ্গলবারও বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রাবণের সোমবারের মতোই এই পবিত্র মাসে প্রতিটি মঙ্গলবার এই ব্রত ও উপবাস পালন করার নিয়ম রয়েছে। সাধারণত বিবাহিত মহিলারা এই ব্রত ও উপবাস পালন করে থাকেন। স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য, দাম্পত্য সুখের জন্য এই উপবাস পালন করেন সাধারণত।

2 / 9
শুধু বিবাহিতারাই নয়, অবিবাহিতারাও এই ব্রত পালন করে থাকেন। মনের মতো স্বামী পেতে এই উপবাস পালন করার রীতি রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ৪টি মঙ্গলা গৌরী উপবাস পালিত হতে চলেছে। শিবের প্রিয় মাসে মহাদিদেব ও দেবী পার্বতী, একসঙ্গে পুজো করার নিয়ম রয়েছে।

শুধু বিবাহিতারাই নয়, অবিবাহিতারাও এই ব্রত পালন করে থাকেন। মনের মতো স্বামী পেতে এই উপবাস পালন করার রীতি রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ৪টি মঙ্গলা গৌরী উপবাস পালিত হতে চলেছে। শিবের প্রিয় মাসে মহাদিদেব ও দেবী পার্বতী, একসঙ্গে পুজো করার নিয়ম রয়েছে।

3 / 9
২৩ জুলাই, মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রতের পূজার অভিজিৎ মুহুর্তা দুপুর ১২টা থেকে ১২.৫৫ মিনিট পর্যন্ত থাকবে, বিজয় মুহুর্তা দুপুর ২টা ৪৪মিনিট থেকে ৩.৩৯ মিনিট পর্যন্ত থাকবে। দ্বিপুষ্কর যোগও এদিন গঠিত হয়েছে ফলে আজকের এই বিশেষ দিন থাকবে সকাল ৫টা ৩৮ মিনিট থেকে ১০টা ২৩ মিনিট পর্যন্ত চলবে।

২৩ জুলাই, মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রতের পূজার অভিজিৎ মুহুর্তা দুপুর ১২টা থেকে ১২.৫৫ মিনিট পর্যন্ত থাকবে, বিজয় মুহুর্তা দুপুর ২টা ৪৪মিনিট থেকে ৩.৩৯ মিনিট পর্যন্ত থাকবে। দ্বিপুষ্কর যোগও এদিন গঠিত হয়েছে ফলে আজকের এই বিশেষ দিন থাকবে সকাল ৫টা ৩৮ মিনিট থেকে ১০টা ২৩ মিনিট পর্যন্ত চলবে।

4 / 9
কিংবদন্তি মতে, প্রাচীনকালে ধর্মপাল নামে এক ধনী ব্যবসায়ী ও বণিক ছিলেন। নিজে ছিলেন মহাদিদেবের পরমভক্ত। তাঁর স্ত্রী ছিলেন অতি সুন্দরী ও বুদ্ধিমতী। জীবনে কোনও কিছুরই অভাব ছিল না। বিলাসিতা ও ধনসম্পদে ভরপুর সংসারে একটাই ছিল দুঃখ, এই সুখী দম্পতি ছিলেন নিঃসন্তান।

কিংবদন্তি মতে, প্রাচীনকালে ধর্মপাল নামে এক ধনী ব্যবসায়ী ও বণিক ছিলেন। নিজে ছিলেন মহাদিদেবের পরমভক্ত। তাঁর স্ত্রী ছিলেন অতি সুন্দরী ও বুদ্ধিমতী। জীবনে কোনও কিছুরই অভাব ছিল না। বিলাসিতা ও ধনসম্পদে ভরপুর সংসারে একটাই ছিল দুঃখ, এই সুখী দম্পতি ছিলেন নিঃসন্তান।

5 / 9
পরে অনেক পুজো-যজ্ঞ ও প্রার্থনার পর দেবী পার্বতীর আশীর্বাদে এক পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু  সেই সন্তান ছিল স্বল্পায়ু। জন্মপত্রিকায় উল্লেখ ছিল, সেই পুত্র ১৬ বছর বয়সে সাপের কামড়ে মারা যাবে। এক জ্যোতিষীর পরামর্শে মঙ্গলা গৌরি ব্রত উপবাস পালনকারী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাঁর।

পরে অনেক পুজো-যজ্ঞ ও প্রার্থনার পর দেবী পার্বতীর আশীর্বাদে এক পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু সেই সন্তান ছিল স্বল্পায়ু। জন্মপত্রিকায় উল্লেখ ছিল, সেই পুত্র ১৬ বছর বয়সে সাপের কামড়ে মারা যাবে। এক জ্যোতিষীর পরামর্শে মঙ্গলা গৌরি ব্রত উপবাস পালনকারী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয় তাঁর।

6 / 9
ওই মেয়ের ব্রতপাঠের পুণ্যের কারণের ধর্মপালের ছেলে মৃত্যুর কবল থেকে রক্ষা পায়। এরপর থেকেই এই ব্রতের গুরুত্ব দিকে দিকে ছড়িয়ে পড়ে। পালিত হয়ে দেবী পার্বতীর মঙ্গলা গৌরীর ব্রত ও উপবাস ।

ওই মেয়ের ব্রতপাঠের পুণ্যের কারণের ধর্মপালের ছেলে মৃত্যুর কবল থেকে রক্ষা পায়। এরপর থেকেই এই ব্রতের গুরুত্ব দিকে দিকে ছড়িয়ে পড়ে। পালিত হয়ে দেবী পার্বতীর মঙ্গলা গৌরীর ব্রত ও উপবাস ।

7 / 9
রক্ষ -রক্ষ জগন্মাতে দেবী মঙ্গল চন্ডীকে । হারিকে বিপদার্রাশে হর্ষমঙ্গল কারিকে ॥  হর্ষমঙ্গল দক্ষে চ হর্ষমঙ্গল দায়িকে ‌। শুভেমঙ্গল দক্ষে চ শুভেমঙ্গল চন্ডীকে ॥  মঙ্গলে মঙ্গলার্হে চ সর্বমঙ্গল মঙ্গলে । সতা মঙ্গল দে দেবী সর্বেষাং মঙ্গলালয়ে ॥  পূজ্যে মঙ্গলবারে চ মঙ্গলাভিষ্ট দেবতে । পূজ্যে মঙ্গল ভূপস্য মনূবংশস্য সংততম ॥

রক্ষ -রক্ষ জগন্মাতে দেবী মঙ্গল চন্ডীকে । হারিকে বিপদার্রাশে হর্ষমঙ্গল কারিকে ॥ হর্ষমঙ্গল দক্ষে চ হর্ষমঙ্গল দায়িকে ‌। শুভেমঙ্গল দক্ষে চ শুভেমঙ্গল চন্ডীকে ॥ মঙ্গলে মঙ্গলার্হে চ সর্বমঙ্গল মঙ্গলে । সতা মঙ্গল দে দেবী সর্বেষাং মঙ্গলালয়ে ॥ পূজ্যে মঙ্গলবারে চ মঙ্গলাভিষ্ট দেবতে । পূজ্যে মঙ্গল ভূপস্য মনূবংশস্য সংততম ॥

8 / 9
মঙ্গলা ধিষ্ঠাত দেবী মঙ্গলাঞ্চ মঙ্গলে ।  সংসার মঙ্গলাধারে পারে এ সর্বকর্মণাম্ ॥  দেব্যাশ্চ মঙ্গলংস্তোত্রং যঃ শ্রৃণোতি সমাহিতঃ । প্রতি মঙ্গলবারে চ পূজ্যে মঙ্গল সুখ-প্রদে ॥  তন্মঙ্গলং ভবেতস্য ন ভবেন্তদ্- মঙ্গলম্ । বর্ধতে পুত্র -পৌত্রশ্চ মঙ্গলঞ্চ দিনে-দিনে ॥  মামরক্ষ রক্ষ -রক্ষ ॐ মঙ্গল মঙ্গলে ।  ॥ ইতি মঙ্গলাগৌরী স্তোত্রম্ সম্পূর্ণম্ ॥

মঙ্গলা ধিষ্ঠাত দেবী মঙ্গলাঞ্চ মঙ্গলে । সংসার মঙ্গলাধারে পারে এ সর্বকর্মণাম্ ॥ দেব্যাশ্চ মঙ্গলংস্তোত্রং যঃ শ্রৃণোতি সমাহিতঃ । প্রতি মঙ্গলবারে চ পূজ্যে মঙ্গল সুখ-প্রদে ॥ তন্মঙ্গলং ভবেতস্য ন ভবেন্তদ্- মঙ্গলম্ । বর্ধতে পুত্র -পৌত্রশ্চ মঙ্গলঞ্চ দিনে-দিনে ॥ মামরক্ষ রক্ষ -রক্ষ ॐ মঙ্গল মঙ্গলে । ॥ ইতি মঙ্গলাগৌরী স্তোত্রম্ সম্পূর্ণম্ ॥

9 / 9
Follow Us: