প্রশাসনের শীর্ষ কর্তা হিসেবে সরকারি কাজের গুরু দায়িত্ব, নজরকাড়া বেতনের সঙ্গে সামাজিক স্বীকৃতি এই প্রলোভন গুলোই যথেষ্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় (Civil Service Examination) বসার জন্য। প্রত্যেক বছর সরকারি আমলা হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে অনেকেই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। কিন্তু দেশের কঠিনতম পরীক্ষা বলে কথা সহজে কী আর পাশ করা যায়? মাঝ পথেই থেমে যেতে হয় অনেককেই। কেউ কেউ আবার বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে সফল হন। কিন্তু পর পর তিনবার এই কঠিন পরীক্ষায় সফল হয়েছেন, এমন নজির খুব কমই রয়েছে। গুজরাটের সুরাতে জন্মানো কার্তিক জীবন (Kartik Jivan) কিন্তু পরপর তিনবার সফল হয়েছেন এই পরীক্ষায়। ছবি টুইটার