সোমবার, সুদানের (Sudan) সেনাবাহিনীর সর্বোচ্চ জেনারেল সেদেশের সরকার ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সেনা বাহিনী সুদানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের গ্রেফতার করবেন। তারপর থেকেই সেনা বাহিনী সেদেশের শাসনভার নিজেদের কাঁধে তুলে নেবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার সুদানের নাগরিক। সব মিলিয়ে সুদানের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ছবি: পিটিআই
সুদানের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক ওমর অল বসিরকে ক্ষমতাচ্যুত করার দু'বছর পরেই এই সামরিক অভ্যুত্থান সুদানে প্রতিষ্ঠিত গণতন্ত্রকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিয়েছে। মনে করা হচ্ছে আগামী মাসেই সামরিক বাহিনী দেশের শাসনভার নাগরিক ও সেনার যৌথ বাহিনীর হাতে তুলে দেবে। ছবি: পিটিআই
আজ সকালেই সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের গ্রেফতার করার সঙ্গে সঙ্গেই লক্ষ লক্ষ সুদানের অধিবাসী রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছেন। সুদানের রাজধানী, খারতুম ও তার পাশের শহর ওমদুরমানে অনেক মানুষকে প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করার পাশাপাশি টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছেন। কাঁদানে গ্যাস ছুঁড়ে নিরাপত্তা বাহিনী তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। ছবি: পিটিআই
বিক্ষোভকারীদের মুখে "জনগণ সব থেকে বেশী শক্তিশালী" "অপসারণ বিকল্প পথ নয়!" এই জাতীয় স্লোগান শোনা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিয়োতে দেখা গিয়েছে, সুদানের আকাশা কালো ধোয়াতে ছেয়ে গিয়েছে। রাজধানীতে নীল নদের ওপর অবস্থিত ব্রিজে উঠে পড়েছে বিক্ষোভকারীরা। ছবি: পিটিআই
সামরিক বাহিনী সোমবার সুদানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করেছে। রাজধানী খারতুমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। নীল নদের ওপরে ব্রিজটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের তথ্যমন্ত্রক জানিয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে ১২ জন প্রতিবাদী আহত হয়েছেন। ছবি: পিটিআই