Novak Djokovic: বিতর্ক উড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ফিরলেন জকোভিচ, খেলবেন গ্র্যান্ড স্লাম

আবার অস্ট্রেলিয়ার মাটিতে ফিরলেন নোভাক জকোভিচ। তবে শুরুটা হল হার দিয়ে।

| Edited By: | Updated on: Jan 03, 2023 | 12:03 AM
আবার অ্যাডিলেডের মাঠে ফিরলেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ। ছবি: টুইটার

আবার অ্যাডিলেডের মাঠে ফিরলেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জকোভিচ। ছবি: টুইটার

1 / 6
অনেক দিন বাদে অস্ট্রেলিয়ার কোর্টে তাঁর দেখা পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। তবে বছরের শুরুটা সার্বিয়ান তারকার জন্য ভাল হয়নি।  ছবি: টুইটার

অনেক দিন বাদে অস্ট্রেলিয়ার কোর্টে তাঁর দেখা পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। তবে বছরের শুরুটা সার্বিয়ান তারকার জন্য ভাল হয়নি। ছবি: টুইটার

2 / 6
রবিবার অ্যাডিলেড ইন্টারন্যাশনাল এটিপি ২৫০ টুর্নামেন্টে বিশ্বের প্রাক্তন ১ নং টেনিস তারকা ডাবলসে নামেন কানাডার ভাসিয়াক পসপিসিলের সঙ্গে জুটি বেঁধে। ডবলসের ম্যাচে টমিস্লাভ বারকিচ এবং গঞ্জালো এসকোবারের জুটির বিরুদ্ধে ৪-৬, ৬-৩, ১০-৫ ব্যবধানে পরাজিত হয় নোভাক এবং পসপিসিল জুটি।  ছবি: টুইটার

রবিবার অ্যাডিলেড ইন্টারন্যাশনাল এটিপি ২৫০ টুর্নামেন্টে বিশ্বের প্রাক্তন ১ নং টেনিস তারকা ডাবলসে নামেন কানাডার ভাসিয়াক পসপিসিলের সঙ্গে জুটি বেঁধে। ডবলসের ম্যাচে টমিস্লাভ বারকিচ এবং গঞ্জালো এসকোবারের জুটির বিরুদ্ধে ৪-৬, ৬-৩, ১০-৫ ব্যবধানে পরাজিত হয় নোভাক এবং পসপিসিল জুটি। ছবি: টুইটার

3 / 6
ম্যাচের ফলাফল যাই হোক, অ্যাডিলেডে এ দিন আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন জোকার। তাঁকে দেখার জন্যই দর্শকরা স্ট্যান্ডে ভিড় জমিয়েছিলেন।  ছবি: টুইটার

ম্যাচের ফলাফল যাই হোক, অ্যাডিলেডে এ দিন আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন জোকার। তাঁকে দেখার জন্যই দর্শকরা স্ট্যান্ডে ভিড় জমিয়েছিলেন। ছবি: টুইটার

4 / 6
কোভিড ভ্যাকসিন নিতে রাজি না হওয়ায় তাঁকে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার অনুমতি দেয়নি অস্ট্রেলিয়া সরকার। ব্যাপারটি আইনি লড়াই অবধি পৌঁছয়।  ছবি: টুইটার

কোভিড ভ্যাকসিন নিতে রাজি না হওয়ায় তাঁকে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেওয়ার অনুমতি দেয়নি অস্ট্রেলিয়া সরকার। ব্যাপারটি আইনি লড়াই অবধি পৌঁছয়। ছবি: টুইটার

5 / 6
সার্বিয়ান তারকার ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। শেষ পর্যন্ত গ্র্যান্ড স্লাম না খেলেই অস্ট্রেলিয়া থেকে নিজের দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে।  ছবি: টুইটার

সার্বিয়ান তারকার ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। শেষ পর্যন্ত গ্র্যান্ড স্লাম না খেলেই অস্ট্রেলিয়া থেকে নিজের দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। ছবি: টুইটার

6 / 6
Follow Us: