Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Year Banking Rules: নতুন বছরে এই ৫ নিয়ম না জানলে চরম সমস্যায় পড়বেন ব্যাঙ্কে গিয়ে

New Year Banking Rules: জানুয়ারি থেকেই একাধিক ব্যাঙ্ক তাদের লকারের নিয়মে পরিবর্তন এনেছে। লকার এগ্রিমেন্ট বা চুক্তি রিনিউ করার জন্য় গ্রাহকদের তাদের ব্য়াঙ্কের ব্রাঞ্চে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

| Edited By: | Updated on: Jan 03, 2023 | 7:30 AM
নয়া দিল্লি: নতুন বছর মানেই নতুন  নতুন অনেক পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে আর্থিক সঞ্চয়, একাধিক শপথ নিয়ে থাকি আমরা। তবে পরিবর্তন শুধু জীবনেই নয়, আসছে ব্যাঙ্কের নানা নিয়মেও। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৩ সালে কী কী পরিবর্তন আসতে চলেছে।

নয়া দিল্লি: নতুন বছর মানেই নতুন  নতুন অনেক পরিবর্তন। জীবনযাত্রার মানোন্নয়ন থেকে শুরু করে আর্থিক সঞ্চয়, একাধিক শপথ নিয়ে থাকি আমরা। তবে পরিবর্তন শুধু জীবনেই নয়, আসছে ব্যাঙ্কের নানা নিয়মেও। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৩ সালে কী কী পরিবর্তন আসতে চলেছে।

1 / 6
এনপিএস থেকে টাকা তোলার নিয়ম- চলতি বছর থেকে এনপিএস ফান্ড বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কর্মীদের নোডাল অফিসারের অনুমতি নিয়ে বিশেষ আবেদনপত্র জমা দিতে হবে। কী কারণে এনপিএস অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলা হচ্ছে, তার কারণও জানাতে হবে ওই আবেদনপত্রে। উল্লেখ্য, সন্তানের বিয়ে, উচ্চশিক্ষা, বাড়ি কেনা বা চিকিৎসার জন্যই একমাত্র নির্ধারিত সময়ের আগে এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। 

এনপিএস থেকে টাকা তোলার নিয়ম- চলতি বছর থেকে এনপিএস ফান্ড বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কর্মীদের নোডাল অফিসারের অনুমতি নিয়ে বিশেষ আবেদনপত্র জমা দিতে হবে। কী কারণে এনপিএস অ্যাকাউন্ট থেকে আংশিক টাকা তোলা হচ্ছে, তার কারণও জানাতে হবে ওই আবেদনপত্রে। উল্লেখ্য, সন্তানের বিয়ে, উচ্চশিক্ষা, বাড়ি কেনা বা চিকিৎসার জন্যই একমাত্র নির্ধারিত সময়ের আগে এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। 

2 / 6
পাসবুকের নিয়মে বদল-দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যাঙ্কের তরফে পাসবুকের নিয়মে বদল আনার কথা বলা হচ্ছিল। নতুন বছরের জানানো হল, এবার থেকে কোনও বিনিয়োগের ক্ষেত্রে কেওয়াইসির জন্য বাড়ির ঠিকানার প্রমাণ হিসাবে ব্যাঙ্কের স্টেটমেন্ট বা পাসবুককে গ্রহণ করা হবে না। ১ জানুয়ারি, ২০২৩ সাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। মিউচুয়াল ফান্ড বা অন্য কোনও বিনিয়োগের ই-কেওয়াইসির জন্য একমাত্র পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড বা এনপিআর রেজিস্টার লেটারকেই ঠিকানার প্রমাণ হিসাবে গণ্য করা হবে।  

পাসবুকের নিয়মে বদল-দীর্ঘদিন ধরেই বিভিন্ন ব্যাঙ্কের তরফে পাসবুকের নিয়মে বদল আনার কথা বলা হচ্ছিল। নতুন বছরের জানানো হল, এবার থেকে কোনও বিনিয়োগের ক্ষেত্রে কেওয়াইসির জন্য বাড়ির ঠিকানার প্রমাণ হিসাবে ব্যাঙ্কের স্টেটমেন্ট বা পাসবুককে গ্রহণ করা হবে না। ১ জানুয়ারি, ২০২৩ সাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। মিউচুয়াল ফান্ড বা অন্য কোনও বিনিয়োগের ই-কেওয়াইসির জন্য একমাত্র পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জব কার্ড বা এনপিআর রেজিস্টার লেটারকেই ঠিকানার প্রমাণ হিসাবে গণ্য করা হবে।  

3 / 6
ব্যাঙ্কের লকারের নিয়মে পরিবর্তন- ১ জানুয়ারি থেকেই একাধিক ব্যাঙ্ক তাদের লকারের নিয়মে পরিবর্তন এনেছে। লকার এগ্রিমেন্ট বা চুক্তি রিনিউ করার জন্য় গ্রাহকদের তাদের ব্য়াঙ্কের ব্রাঞ্চে যাওয়ার অনুরোধ করা হয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন, তবে গ্রাহককে জরিমানাও করতে পারে ব্যাঙ্ক।

ব্যাঙ্কের লকারের নিয়মে পরিবর্তন- ১ জানুয়ারি থেকেই একাধিক ব্যাঙ্ক তাদের লকারের নিয়মে পরিবর্তন এনেছে। লকার এগ্রিমেন্ট বা চুক্তি রিনিউ করার জন্য় গ্রাহকদের তাদের ব্য়াঙ্কের ব্রাঞ্চে যাওয়ার অনুরোধ করা হয়েছে। যদি কেউ এই নিয়ম না মানেন, তবে গ্রাহককে জরিমানাও করতে পারে ব্যাঙ্ক।

4 / 6
ট্যাক্স ডিক্লেরেশন নিয়ম- মার্চ মাসে আর্থিক বর্ষ শেষ হয়, তার হিসাবের জন্য জানুয়ারি মাসেই কর্মীদের তাদের করের হিসাব জমা দিতে বলা হয়। অনেক সময় এই ডেডলাইন ফেব্রুয়ারি বা মার্চ মাস অবধি বাড়ানো হয়। তবে এবার কর্মীদের জানুয়ারির মধ্যেই ট্যাক্স ডিক্লেরেশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।    

ট্যাক্স ডিক্লেরেশন নিয়ম- মার্চ মাসে আর্থিক বর্ষ শেষ হয়, তার হিসাবের জন্য জানুয়ারি মাসেই কর্মীদের তাদের করের হিসাব জমা দিতে বলা হয়। অনেক সময় এই ডেডলাইন ফেব্রুয়ারি বা মার্চ মাস অবধি বাড়ানো হয়। তবে এবার কর্মীদের জানুয়ারির মধ্যেই ট্যাক্স ডিক্লেরেশন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।    

5 / 6
নতুন কেওয়াইসি নিয়ম- জীবনবিমা বা অন্য কোনও বিমার ক্ষেত্রে গ্রাহকদের ১ জানুয়ারি, ২০২৩ থেকে নতুন কেওয়াইসির নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়মে স্বাস্থ্য, ভ্রমণ ও গাড়ির বিমা কেনার জন্য পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের মতো নথি জমা দিতে হবে। এর আগে শুধু আধার ও প্যান কার্ডই জমা দিতে হত।

নতুন কেওয়াইসি নিয়ম- জীবনবিমা বা অন্য কোনও বিমার ক্ষেত্রে গ্রাহকদের ১ জানুয়ারি, ২০২৩ থেকে নতুন কেওয়াইসির নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়মে স্বাস্থ্য, ভ্রমণ ও গাড়ির বিমা কেনার জন্য পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণপত্র যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের মতো নথি জমা দিতে হবে। এর আগে শুধু আধার ও প্যান কার্ডই জমা দিতে হত।

6 / 6
Follow Us: