Novak Djokovic: উইম্বলডনের ফাইনালের আগে ফিরে দেখা চলতি বছরে জকোভিচের সফরনামা…

আজ, চলতি বছরের তৃতীয় গ্ল্যান্ড স্লামের ফাইনালে নামতে চলেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ২০২১ সালে চারটি গ্র্যান্ড স্লামেরই ফাইনালে উঠেছিলেন নোভাক। কিন্তু ক্যালেন্ডার স্লাম, গোল্ডেন স্লামের নজির গড়তে পারেননি। এ বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নামতেই পারেননি জোকার। এরপর দ্বিতীয় গ্র্যান্ড স্লামের (ফরাসি ওপেন) কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সার্বিয়ান টেনিস তারকাকে। এ বার উইম্বলডনে নিক কির্গিওসকে হারাতে পারলে এ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম উঠবে নোভাকের ট্রফি ক্যাবিনেটে।

| Edited By: | Updated on: Jul 10, 2022 | 9:45 AM
ভ্যাকসিনে না জোকারের - দেশ-বিদেশে জুড়ে করোনার দাপট এখনও কমেনি। কিন্তু তাতেও ভ্যাকসিন নেননি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনা ভ্যাকসিন নেওয়ায় চুড়ান্ত অনীহা দেখিয়েছেন জকোভিচ। তাতে কোনও টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও, তাঁর ভ্রুক্ষেপ নেই।

ভ্যাকসিনে না জোকারের - দেশ-বিদেশে জুড়ে করোনার দাপট এখনও কমেনি। কিন্তু তাতেও ভ্যাকসিন নেননি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনা ভ্যাকসিন নেওয়ায় চুড়ান্ত অনীহা দেখিয়েছেন জকোভিচ। তাতে কোনও টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও, তাঁর ভ্রুক্ষেপ নেই।

1 / 6
অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারেননি - করোনা টিকা না নেওয়ার জন্যই একপ্রস্থ নাটকের পর বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান খেলতে পারেননি জোকার। এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের রায় টেনিস তারকার পক্ষে না যাওয়ায় অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয় তাঁকে। যার প্রভাব পড়ে জকোভিচের রেটিংয়ে। ক্রমতালিকার ১ নম্বর স্থান থেকেও পিছলে যান তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনে নামতে পারেননি - করোনা টিকা না নেওয়ার জন্যই একপ্রস্থ নাটকের পর বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান খেলতে পারেননি জোকার। এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের রায় টেনিস তারকার পক্ষে না যাওয়ায় অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয় তাঁকে। যার প্রভাব পড়ে জকোভিচের রেটিংয়ে। ক্রমতালিকার ১ নম্বর স্থান থেকেও পিছলে যান তিনি।

2 / 6
রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়ারদের সমর্থনে নোভাক - ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জেরে এ বারের উইম্বলডনে খেলতে পারেননি রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়াররা। যুদ্ধের কারণে এমন সিদ্ধান্ত যে প্লেয়ারদের কেরিয়ারে প্রভাব ফেলছে, তা টের পেয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জোকার।

রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়ারদের সমর্থনে নোভাক - ইউক্রেনের উপর রাশিয়ার হামলার জেরে এ বারের উইম্বলডনে খেলতে পারেননি রাশিয়া ও বেলারুশের টেনিস প্লেয়াররা। যুদ্ধের কারণে এমন সিদ্ধান্ত যে প্লেয়ারদের কেরিয়ারে প্রভাব ফেলছে, তা টের পেয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জোকার।

3 / 6
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে মানবিক জোকার -  রাশিয়ান সেনাদের হামলার পর ইউক্রেনের হাল অত্যন্ত খারাপ। বহু মানুষ মারা গিয়েছেন। বিপুল ক্ষতি হয়েছে অনেকের। রাশিয়ার যুদ্ধ মানসিকতা একদিকে যেমন তীব্র নিন্দার শিকার হয়েছে, তেমনই ইউক্রেনের মতো ছোট দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই। তাঁদের তালিকায় রয়েছেন জকোভিচও। টেনিস কোর্টে অনেক দিনের পুরনো এক বন্ধু সর্গেই স্তাখোভস্কিকে হোয়্যাটস অ্যাপ মেসেজ করে জিজ্ঞেস করেছেন, তিনি কেমন আছেন। যদি কোনও রকম সাহায্য দরকার পড়ে, তিনি করার জন্য তৈরি বলেও জানান।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে মানবিক জোকার - রাশিয়ান সেনাদের হামলার পর ইউক্রেনের হাল অত্যন্ত খারাপ। বহু মানুষ মারা গিয়েছেন। বিপুল ক্ষতি হয়েছে অনেকের। রাশিয়ার যুদ্ধ মানসিকতা একদিকে যেমন তীব্র নিন্দার শিকার হয়েছে, তেমনই ইউক্রেনের মতো ছোট দেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই। তাঁদের তালিকায় রয়েছেন জকোভিচও। টেনিস কোর্টে অনেক দিনের পুরনো এক বন্ধু সর্গেই স্তাখোভস্কিকে হোয়্যাটস অ্যাপ মেসেজ করে জিজ্ঞেস করেছেন, তিনি কেমন আছেন। যদি কোনও রকম সাহায্য দরকার পড়ে, তিনি করার জন্য তৈরি বলেও জানান।

4 / 6
কোচ মারিয়ান ভাদার সঙ্গে পার্টনারশিপে ভাঙন - মারিয়ান ভাদার হাত ধরেই ধীরে ধীরে বিশ্বের এক নম্বর হয়ে উঠেছিলেন নোভাক জকোভিচ। তাঁরই প্রভাবে গত এক দশক ধরে টেনিস দুনিয়ায় রাজত্ব করেছেন জোকার। ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন। টানা ৩৬১ সপ্তাহ এক নম্বর থাকার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু সেই মারিয়ানকে গত মরসুমে তুরিনে এটিপি টুর্নামেন্টের ফাইনালের পরই কোচের পদ থেকে অব্যহতি দিয়েছেন জোকার।

কোচ মারিয়ান ভাদার সঙ্গে পার্টনারশিপে ভাঙন - মারিয়ান ভাদার হাত ধরেই ধীরে ধীরে বিশ্বের এক নম্বর হয়ে উঠেছিলেন নোভাক জকোভিচ। তাঁরই প্রভাবে গত এক দশক ধরে টেনিস দুনিয়ায় রাজত্ব করেছেন জোকার। ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন। টানা ৩৬১ সপ্তাহ এক নম্বর থাকার বিরল কৃতিত্ব অর্জন করেছেন। কিন্তু সেই মারিয়ানকে গত মরসুমে তুরিনে এটিপি টুর্নামেন্টের ফাইনালের পরই কোচের পদ থেকে অব্যহতি দিয়েছেন জোকার।

5 / 6
ফরাসি ওপেনে রাফার কাছে হার - সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ফরাসি ওপেনে ফেভারিট হিসেবেই নেমেছিলেন। কিন্তু শেষ আটেই দৌড় শেষ হয়ে যায় তাঁর। নোভাক জকোভিচের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জেতেন রাফায়েল নাদাল। প্যারিসের লাল সুরকির কোর্টে জকোভিচকে ৬-২,৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারান রাফা।

ফরাসি ওপেনে রাফার কাছে হার - সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ফরাসি ওপেনে ফেভারিট হিসেবেই নেমেছিলেন। কিন্তু শেষ আটেই দৌড় শেষ হয়ে যায় তাঁর। নোভাক জকোভিচের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জেতেন রাফায়েল নাদাল। প্যারিসের লাল সুরকির কোর্টে জকোভিচকে ৬-২,৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে হারান রাফা।

6 / 6
Follow Us: