Sawan 2024: ভোলেবাবার প্রিয় ভোগ এই ৩ জিনিস! নৈবেদ্যে সাজিয়ে দিলেই তো হবে না, রয়েছে পৌরাণিক কাহিনিও

Mythology: শিবঠাকুর এমনিতে অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট। কথিত আছে, গোটা শ্রাবণ মাসজুড়ে যদি শিবের সব প্রিয় জিনিসগুলিকে নিবেদন করা হয়। এই জিনিসগুলি নিবেদন করা হলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। ভক্তরা আশীর্বাদপ্রাপ্ত হন। সাধারণত, এই মাসে শিবের জন্য নানাভাবে পুজো করার রীতি রয়েছে।

| Updated on: Jul 25, 2024 | 2:36 PM
হিন্দুধর্ম মতে, প্রতিটি দেবদেবীর আরাধনায় নিবেদন করা হয় সেই দেবদেবীদের প্রিয় ফুল, ভোগ। বাংলা ক্যালেন্ডার মতে, বর্তমানে চলছে শ্রাবণ মাস। এই গোটা মাসই মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এই সময় শিবের সমস্ত প্রিয় জিনিসগুলিকে নিবেদন করা হয়।

হিন্দুধর্ম মতে, প্রতিটি দেবদেবীর আরাধনায় নিবেদন করা হয় সেই দেবদেবীদের প্রিয় ফুল, ভোগ। বাংলা ক্যালেন্ডার মতে, বর্তমানে চলছে শ্রাবণ মাস। এই গোটা মাসই মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এই সময় শিবের সমস্ত প্রিয় জিনিসগুলিকে নিবেদন করা হয়।

1 / 9
শিবঠাকুর এমনিতে অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট। কথিত আছে, গোটা শ্রাবণ মাসজুড়ে যদি শিবের সব প্রিয় জিনিসগুলিকে নিবেদন করা হয়। এই জিনিসগুলি নিবেদন করা হলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। ভক্তরা আশীর্বাদপ্রাপ্ত হন। সাধারণত, এই মাসে শিবের জন্য নানাভাবে পুজো করার রীতি রয়েছে।

শিবঠাকুর এমনিতে অল্প নৈবেদ্যেই সন্তুষ্ট। কথিত আছে, গোটা শ্রাবণ মাসজুড়ে যদি শিবের সব প্রিয় জিনিসগুলিকে নিবেদন করা হয়। এই জিনিসগুলি নিবেদন করা হলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। ভক্তরা আশীর্বাদপ্রাপ্ত হন। সাধারণত, এই মাসে শিবের জন্য নানাভাবে পুজো করার রীতি রয়েছে।

2 / 9
শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তরা উপবাস পালন করেন, জলাভিষেক, পঞ্চামৃত স্নান, রুদ্রাভিষেক ও বাবার মাথায় জল বয়ে নিয়ে যাওয়া, গঙ্গায় শিবলিঙ্গ স্নান করে পুজো করা হয়। সঙ্গে নিবেদন করা হয় আদিদেব মহাদেবের পছন্দের নৈবেদ্যও।

শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তরা উপবাস পালন করেন, জলাভিষেক, পঞ্চামৃত স্নান, রুদ্রাভিষেক ও বাবার মাথায় জল বয়ে নিয়ে যাওয়া, গঙ্গায় শিবলিঙ্গ স্নান করে পুজো করা হয়। সঙ্গে নিবেদন করা হয় আদিদেব মহাদেবের পছন্দের নৈবেদ্যও।

3 / 9
কিন্তু ভোলেবাবাকে খুশি করতে কী কী নৈবেদ্য নিবেদন করবেন? কেনই বা সেই ভোগ বা নৈবেদ্য নিবেদন করা হয়, তারও রয়েছে নানা পৌরাণিক কাহিনি। 

কিন্তু ভোলেবাবাকে খুশি করতে কী কী নৈবেদ্য নিবেদন করবেন? কেনই বা সেই ভোগ বা নৈবেদ্য নিবেদন করা হয়, তারও রয়েছে নানা পৌরাণিক কাহিনি। 

4 / 9
পুরাণ মতে, মহাদেব যখন মহারাসে যোগ দিতে বৃন্দাবন ধামে যান, তখন শ্রীকৃষ্ণ তাঁকে ব্রজে তৈরি মালপোয়া খাওয়ান। মহাদেব সেই মালপোয়া খেয়ে আপ্লুত হয়ে যান। মালপোয়া তাঁর পছন্দের খাবারের মধ্যে অন্যতম।

পুরাণ মতে, মহাদেব যখন মহারাসে যোগ দিতে বৃন্দাবন ধামে যান, তখন শ্রীকৃষ্ণ তাঁকে ব্রজে তৈরি মালপোয়া খাওয়ান। মহাদেব সেই মালপোয়া খেয়ে আপ্লুত হয়ে যান। মালপোয়া তাঁর পছন্দের খাবারের মধ্যে অন্যতম।

5 / 9
আর সেই কারণে এখনও পর্যন্ত ব্রজে মহাদেবকে নৈবেদ্য হিসেবে মালপোয়া নিবেদন করা হয়। এমনকি বাড়িতেও শিবকে এই নৈবেদ্য দিতে পারেন।

আর সেই কারণে এখনও পর্যন্ত ব্রজে মহাদেবকে নৈবেদ্য হিসেবে মালপোয়া নিবেদন করা হয়। এমনকি বাড়িতেও শিবকে এই নৈবেদ্য দিতে পারেন।

6 / 9
পৌরাণিক কাহিনি মতে, দেবী পার্বতী কৈলাস পর্বতে প্রথম একটি রান্নাঘর তৈরি করেছিলেন, সেখানে তিনি প্রথমে অমৃত ক্ষীর রান্না করেথি রান্না করেছিলেন।

পৌরাণিক কাহিনি মতে, দেবী পার্বতী কৈলাস পর্বতে প্রথম একটি রান্নাঘর তৈরি করেছিলেন, সেখানে তিনি প্রথমে অমৃত ক্ষীর রান্না করেথি রান্না করেছিলেন।

7 / 9
নিজের হাতে এই ক্ষীর ভগবান শিবকে নিবেদন করেন। তাতে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব। সেই ক্ষীর মহাদিদেবের প্রিয় খাবারের মধ্যে অন্যতম হয়ে ওঠে। তাই শ্রাবণ মাসে মহাদেবকে ক্ষীর নিবেদন করতে পারেন। 

নিজের হাতে এই ক্ষীর ভগবান শিবকে নিবেদন করেন। তাতে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব। সেই ক্ষীর মহাদিদেবের প্রিয় খাবারের মধ্যে অন্যতম হয়ে ওঠে। তাই শ্রাবণ মাসে মহাদেবকে ক্ষীর নিবেদন করতে পারেন। 

8 / 9
সৃষ্টিকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে, সমুদ্র মন্থনের সময় বিষাক্ত হলাহল নিজ কণ্ঠে ধারণ করেন নীলকণ্ঠ। সেই সময় শিবকে শান্ত করতে স্বর্গের সব দেবতারা শিবের মাথায় দুধ ঢালেন। নিবেদন করা হয় দুধ। কথিত আছে যে ভগবান শিবের মুখে যে দুধের ফোঁটা পৌঁছেছিল তা দইয়ে পরিণত হয়েছিল, তাই ভোলেনাথকেও দই নিবেদন করলে সংসারে সুখ ও শান্তি বয়ে আসে। 

সৃষ্টিকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে, সমুদ্র মন্থনের সময় বিষাক্ত হলাহল নিজ কণ্ঠে ধারণ করেন নীলকণ্ঠ। সেই সময় শিবকে শান্ত করতে স্বর্গের সব দেবতারা শিবের মাথায় দুধ ঢালেন। নিবেদন করা হয় দুধ। কথিত আছে যে ভগবান শিবের মুখে যে দুধের ফোঁটা পৌঁছেছিল তা দইয়ে পরিণত হয়েছিল, তাই ভোলেনাথকেও দই নিবেদন করলে সংসারে সুখ ও শান্তি বয়ে আসে। 

9 / 9
Follow Us: