National Games Badminton : জাতীয় গেমসে ব্যাডমিন্টন ইভেন্ট উদ্বোধন করলেন সিন্ধু

দীর্ঘ ৭ বছর পর হচ্ছে জাতীয় গেমস। ৩৬তম জাতীয় গেমসের সরকারি ভাবে উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেমসের উদ্বোধন করেছেন। দেশের প্রায় ৭ হাজার অ্যাথলিট অংশ নিচ্ছে এ বারের জাতীয় গেমসে। গুজরাতের ৭টি ভেনুতে হচ্ছে নানা ইভেন্ট। ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধন করলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 4:15 PM
দীর্ঘ ৭ বছর পর হচ্ছে জাতীয় গেমস (Natioanl Games)। ৩৬তম জাতীয় গেমসের সরকারি ভাবে উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেমসের উদ্বোধন করেছেন। (ছবি : সাই মিডিয়া)

দীর্ঘ ৭ বছর পর হচ্ছে জাতীয় গেমস (Natioanl Games)। ৩৬তম জাতীয় গেমসের সরকারি ভাবে উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেমসের উদ্বোধন করেছেন। (ছবি : সাই মিডিয়া)

1 / 5
 দেশের প্রায় ৭ হাজার অ্যাথলিট অংশ নিচ্ছে এ বারের জাতীয় গেমসে। গুজরাতের ৭টি ভেনুতে হচ্ছে নানা ইভেন্ট। ব্যাডমিন্টন (Badminton) ইভেন্ট হচ্ছে সুরাটে। (ছবি : সাই মিডিয়া)

দেশের প্রায় ৭ হাজার অ্যাথলিট অংশ নিচ্ছে এ বারের জাতীয় গেমসে। গুজরাতের ৭টি ভেনুতে হচ্ছে নানা ইভেন্ট। ব্যাডমিন্টন (Badminton) ইভেন্ট হচ্ছে সুরাটে। (ছবি : সাই মিডিয়া)

2 / 5
ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধন করলেন অলিম্পিকে (Olympics) জোড়া পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সিন্ধু। (ছবি : সাই মিডিয়া)

ব্যাডমিন্টন ইভেন্টের উদ্বোধন করলেন অলিম্পিকে (Olympics) জোড়া পদকজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন সিন্ধু। (ছবি : সাই মিডিয়া)

3 / 5
চোটের কারণে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসে চোট নিয়েই ফাইনালে খেলেন এবং সোনা জেতেন। (ছবি : সাই মিডিয়া)

চোটের কারণে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসে চোট নিয়েই ফাইনালে খেলেন এবং সোনা জেতেন। (ছবি : সাই মিডিয়া)

4 / 5
এখনও কোর্টে নামার মতো ফিট নন। বিশ্বচ্যাম্পিয়নশিপের পর জাতীয় গেমসেও অংশ নিচ্ছেন না সিন্ধু। তবে উদ্বোধনী অনুষ্ঠান থেকে নানা ইভেন্টে উপস্থিত থাকছেন সিন্ধু। (ছবি : সাই মিডিয়া)

এখনও কোর্টে নামার মতো ফিট নন। বিশ্বচ্যাম্পিয়নশিপের পর জাতীয় গেমসেও অংশ নিচ্ছেন না সিন্ধু। তবে উদ্বোধনী অনুষ্ঠান থেকে নানা ইভেন্টে উপস্থিত থাকছেন সিন্ধু। (ছবি : সাই মিডিয়া)

5 / 5
Follow Us: