Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan’s Birthday: আজ ৮০তম জন্মদিন অমিতাভ বচ্চনের, আজও তাঁকে ভেবে কেন গল্প লেখা হয় সিনেমার?

Amitabh Bachchan’s Birthday: ইয়ংম্যান থেকে ওল্ডম্যান অমিতাভ বচ্চন। কিন্তু কাজের ক্ষেত্রে তাঁর ধারাবাহিকতায় বয়সের কোনও ছাপ নেই। আজও কেন তিনি এত প্রাসঙ্গিক ফিরে দেখা যাক।

| Edited By: | Updated on: Oct 11, 2022 | 2:28 PM
আজ ৮০তম জন্মদিন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবি দিয়ে শুরু বলিউড যাত্রা। ব্যক্তিজীবন থেকে সিনেমার জীবনে এসেছে নানা ওঠাপড়া। তাও আজও তিনিই মেগাস্টার। কীভাবে এখনও তিনি এতটা প্রাসঙ্গিক সিনেমায়? আজও তাঁকে ভেবে লেখা হয় সিনেমার গল্প।

আজ ৮০তম জন্মদিন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবি দিয়ে শুরু বলিউড যাত্রা। ব্যক্তিজীবন থেকে সিনেমার জীবনে এসেছে নানা ওঠাপড়া। তাও আজও তিনিই মেগাস্টার। কীভাবে এখনও তিনি এতটা প্রাসঙ্গিক সিনেমায়? আজও তাঁকে ভেবে লেখা হয় সিনেমার গল্প।

1 / 6
অমিতাভের আসন্ন ছবি সুরয বরজাতিয়ার ‘উচাইঁ’। তার লুক রিলিজ করেছে। সদ্য মুক্তি পেয়েছে বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ সিনেমা। ৮০ বছর বয়সেও তাঁকে ভেবে লেখা হয় গল্প। এই বয়সে এসেও তিনিই নায়ক ‘১০২ নট আউট’ ছবির।

অমিতাভের আসন্ন ছবি সুরয বরজাতিয়ার ‘উচাইঁ’। তার লুক রিলিজ করেছে। সদ্য মুক্তি পেয়েছে বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ সিনেমা। ৮০ বছর বয়সেও তাঁকে ভেবে লেখা হয় গল্প। এই বয়সে এসেও তিনিই নায়ক ‘১০২ নট আউট’ ছবির।

2 / 6
‘জঞ্জির’ ছবি দিয়ে তাঁর ‘অ্যাংরি ম্যান’ ইমেজ শুরু। এরপর তিনি একের পর এক এই ইমেজের ছবি করেছেন। দিওয়ার, কালিয়া, কুলি, ডন নাম শেষ করা যাবে না। তখন সকলে তাঁর স্টাইল নকল করতে ব্যস্ত।

‘জঞ্জির’ ছবি দিয়ে তাঁর ‘অ্যাংরি ম্যান’ ইমেজ শুরু। এরপর তিনি একের পর এক এই ইমেজের ছবি করেছেন। দিওয়ার, কালিয়া, কুলি, ডন নাম শেষ করা যাবে না। তখন সকলে তাঁর স্টাইল নকল করতে ব্যস্ত।

3 / 6
‘অ্যাংরি ম্যান’ থেকে ‘অ্যাংরি ওল্ডম্যান’ রূপে তাঁর পর্দায় আসা ‘সরকার’ ছবি দিয়ে। রাম গোপাল বর্মা তাঁকে নতুন রূপে দর্শকদের সামনে নিয়ে আসেন। বয়সের সঙ্গে বিগ বি-র অ্যাঙ্গারেরও হয়েছে পরিবর্তন। আর এটা তিনি পারেন বলেই তাঁকে নিয়ে একের পর এক কাহিনি ভাবা হয়েছে এই রূপে। তিনটে ফ্যাঞ্চাইজি রয়েছে ‘সরকার’ ছবির।

‘অ্যাংরি ম্যান’ থেকে ‘অ্যাংরি ওল্ডম্যান’ রূপে তাঁর পর্দায় আসা ‘সরকার’ ছবি দিয়ে। রাম গোপাল বর্মা তাঁকে নতুন রূপে দর্শকদের সামনে নিয়ে আসেন। বয়সের সঙ্গে বিগ বি-র অ্যাঙ্গারেরও হয়েছে পরিবর্তন। আর এটা তিনি পারেন বলেই তাঁকে নিয়ে একের পর এক কাহিনি ভাবা হয়েছে এই রূপে। তিনটে ফ্যাঞ্চাইজি রয়েছে ‘সরকার’ ছবির।

4 / 6
এই রাগী মানুষটিই সিলসিলা, কভি কভি ছবির রোম্যান্টিক পুরুষ। সেই সময় মহিলা ভক্তরা তাঁর মতো এক প্রেমিকেই তো করতে কামনা নিজের জীবনে। শুধু ভক্তরা কেন, কত নায়িকাই তো তাঁকে নিজের করে পেতে চেয়েছেন সেই সময়।

এই রাগী মানুষটিই সিলসিলা, কভি কভি ছবির রোম্যান্টিক পুরুষ। সেই সময় মহিলা ভক্তরা তাঁর মতো এক প্রেমিকেই তো করতে কামনা নিজের জীবনে। শুধু ভক্তরা কেন, কত নায়িকাই তো তাঁকে নিজের করে পেতে চেয়েছেন সেই সময়।

5 / 6
এই মানুষটিই যখন টেলিভিশনের পর্দায় কৌন বনেগা ক্রোড়পতি শো-তে একেবারে অন্য মানুষ। সুপারস্টার ইমেজ ভেঙে কীভাবে তিনি সাধারাণ মানুষের সঙ্গে মিশে যেতে হয় দেখিয়েছেন। একটা ছোট বিজ্ঞাপনের শুটিংয়েও তাঁর অধ্যাবসায় চোখে পড়ার মতো। নতুন প্রজন্ম যাঁরা এখন তাঁর সঙ্গে কাজ করছেন, তাঁর কাজের প্রতি নিজেকে উজার করার দেখে অবাক হন।

এই মানুষটিই যখন টেলিভিশনের পর্দায় কৌন বনেগা ক্রোড়পতি শো-তে একেবারে অন্য মানুষ। সুপারস্টার ইমেজ ভেঙে কীভাবে তিনি সাধারাণ মানুষের সঙ্গে মিশে যেতে হয় দেখিয়েছেন। একটা ছোট বিজ্ঞাপনের শুটিংয়েও তাঁর অধ্যাবসায় চোখে পড়ার মতো। নতুন প্রজন্ম যাঁরা এখন তাঁর সঙ্গে কাজ করছেন, তাঁর কাজের প্রতি নিজেকে উজার করার দেখে অবাক হন।

6 / 6
Follow Us: