স্বস্তিকা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন মাফিয়া। সাধারণ গৃহবধূ থেকে কীভাবে একজন মাফিয়া হলে উঠল একজন মহিলা, এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ‘শিবপুর’ ছবিতে।
একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে ৮০-৯০-এর দশককে ধরা হয়েছে। ৮০-র দশকের মাফিয়া কুইনের খোঁজ নেই। ৯০-এ দশকে একজন পুলিশ অফিসার সুলতান আহমেদ সেই সময়ের মুখ্যমন্ত্রীর দ্বারা খোঁজ করার দায়িত্ব পায়। এই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত।
ছবিতে ৯০-এর দশকের মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সুজন নীল মুখোপাধ্যায়। তাঁকে একেবারে সাদা ধুতি-পাঞ্জাবীতে পাওয়া যাবে। সুজনের পোশাক বলে দিচ্ছে পরিচালক অরিন্দম ঠিক কোন সময়ের মুখ্যমন্ত্রীরূপে তাঁকে সিনেমায় রাখছেন।
ছবিতে পরমব্রত, স্বস্তিকা, সুজন ছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, রাজদীপ সরকার, সুস্মিতা চট্টোপাধ্যায়। ডার্ক পলিটিক্যাল থ্রিলার ছবি ‘শিবপুর’ এই বছরই অক্টোবর নয় নভেম্বরে মুক্তি পাবে।
পুলিশ-মাফিয়ার গল্পে পরম-স্বস্তিকার অনস্ক্রিন রসায়ন কেমন হয়েছে, তা ছবি মুক্তি পেলেই বোঝা যাবে। ছবিতে দুর্গা পুজোর দৃশ্য রয়েছে। স্বস্তিকার বাড়ির পুজো, ছবি দেখে বোঝাই যাচ্ছে। পরম হাজির সেখানে। একান্তে দুজনের চলছে আলাপচারিতা।