Tim David: অজি জার্সিতে অভিষেক সিরিজ, নেটে ঝড় তুললেন টিম
ভারত সফরেই শুধু নয়, অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপ দলেও চমক। অজি জাতীয় দলে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। সিঙ্গাপুরের এই ক্রিকেটারের পরিবার অস্ট্রেলিয়ান। ফলে তাঁকে দলে নিতে কোনও সমস্যা ছিল না। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিগ হিটিংয়ে নজর কেড়েছেন টিম। ভারতের বিরুদ্ধে সিরিজে অসি শিবিরের চমক হতে পারেন টিম ডেভিডই।
Most Read Stories