Shocking: প্রথম কান সফর, রেডকার্পেটে পা রাখার আগেই হারিয়ে গেল সমস্ত ডিজ়াইনার পোশাক, কী করলেন পূজা?
Pooja Hegde: হঠাৎই তাঁর সমস্ত জিনিস যায় হারিয়ে। বেশ কিছু গহনা, সমস্ত ডিজ়াইনার পোশাক, মেকআপ। কী করবে তা ভেবেই পাচ্ছিল না পূজার গোটা টিম।
Follow Us:
বিপাকে পূজা। জীবনে প্রথম রেড কার্পেট। সকলেরই স্বপ্ন থাকে নিজের সেরার সেরা লুকটা এই বিশেষ স্থানে প্রদর্শণ করার। সেই মর্মে প্রস্তুতি চলতে থাকে বহুদিন ধরেই।
পূজা হেগড়ের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জীবনে প্রথমবার কান থেকে এল ডাক।
হঠাৎই তাঁর সমস্ত জিনিস যায় হারিয়ে। বেশ কিছু গহনা, সমস্ত ডিজ়াইনার পোশাক, মেকআপ। কী করবে তা ভেবেই পাচ্ছিল না পূজার গোটা টিম। শেষ পরিস্থিতি সামাল দিতে নিজেকে সামলান পূজা।
কাঁদার সময় টুকুও ছিল না। এরপর নিজেই পোশাক পরিকল্পনা করে ফেলেন। গোটা টিম তখন খাওয়া-দাওয়া ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ফ্যাশনের কথা মাথায় রেখে।
এরপরই তিনি রেডকার্পেটে পা রাখেন। সেই কঠিন পরিস্থিতি ঠিক কীভাবে কাটিয়েছিলেন তিনি, তা ভেবেই পাননি প্রাথমিকভাবে। পরবর্তীতে সবটা মেটে টিম ওয়ার্কের জন্যই।