Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandana: এই একটা বিষয় বলিউডের কাছে বারে বারে হেরে যাবে দক্ষিণ, কোন প্রসঙ্গে বললেন রশ্মিকা?

South Movie; শরীরে যন্ত্রণা নিয়েই চালিয়েছেন শুটিং। তবে বছর শেষে তিনি স্থির করেন আর ছবি করবেন না।

| Edited By: | Updated on: Dec 26, 2022 | 8:58 PM
বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। সর্বত্রই চলছিল তাঁদের নিয়ে চর্চা। যদিও বর্তমানে সেই বিতর্কিত সম্পর্কই সত্যি হওয়ার পথে। বিজয়ের সঙ্গেই ডেটিং করছেন রশ্মিকা।

বারে বারে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। সর্বত্রই চলছিল তাঁদের নিয়ে চর্চা। যদিও বর্তমানে সেই বিতর্কিত সম্পর্কই সত্যি হওয়ার পথে। বিজয়ের সঙ্গেই ডেটিং করছেন রশ্মিকা।

1 / 5
শরীরে যন্ত্রণা নিয়েই চালিয়েছেন শুটিং। তবে বছর শেষে তিনি স্থির করেন আর ছবি করবেন না। তাতেই ঘটে বিপত্তি। একাধিক ছবির কাজ অসমাপ্ত। তবে তিনি দীর্ঘ বিরতি নিয়ে তবেই ফিরবেন ছবির কাজে।

শরীরে যন্ত্রণা নিয়েই চালিয়েছেন শুটিং। তবে বছর শেষে তিনি স্থির করেন আর ছবি করবেন না। তাতেই ঘটে বিপত্তি। একাধিক ছবির কাজ অসমাপ্ত। তবে তিনি দীর্ঘ বিরতি নিয়ে তবেই ফিরবেন ছবির কাজে।

2 / 5
বর্তমানে তাঁর লক্ষ্য হল সুস্থ হয়ে ওঠা। সেই কারণেই রশ্মিকা মন্দানা বর্তমানে ভক্তদের চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তিনি প্রতিটা পদে পদে জানিয়েছেন, অভিনয় ছাড়বেন না।

বর্তমানে তাঁর লক্ষ্য হল সুস্থ হয়ে ওঠা। সেই কারণেই রশ্মিকা মন্দানা বর্তমানে ভক্তদের চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তিনি প্রতিটা পদে পদে জানিয়েছেন, অভিনয় ছাড়বেন না।

3 / 5
তবে বলিউড থেকে ডাক পেয়ে কি বলিউডের পক্ষে পাল্লা ভারী হয়ে গিয়েছে তাঁর, সম্প্রতি এমনি প্রশ্ন জাগল ভক্তদের মনে। কারণ রশ্মিকা স্পষ্টই জানিয়ে দিলেন যে বলিউড রোম্যান্টিক গানে কখনই বলিউডকে টেক্কা দেওয়া যাবে না।

তবে বলিউড থেকে ডাক পেয়ে কি বলিউডের পক্ষে পাল্লা ভারী হয়ে গিয়েছে তাঁর, সম্প্রতি এমনি প্রশ্ন জাগল ভক্তদের মনে। কারণ রশ্মিকা স্পষ্টই জানিয়ে দিলেন যে বলিউড রোম্যান্টিক গানে কখনই বলিউডকে টেক্কা দেওয়া যাবে না।

4 / 5
কারণ দক্ষিণের গানের ধরণ বেশ কিছুটা আলাদা। সেখানে অনেক বেশি ধামাকা থাকে, যার জেরে গানের সেই ধাঁচটা পাল্টে যায়। সেই ফারাকটা ছিল থাকবে। এই বিষয় বলিউড এগিয়ে বলেই দাবি করেন রশ্মিকা।

কারণ দক্ষিণের গানের ধরণ বেশ কিছুটা আলাদা। সেখানে অনেক বেশি ধামাকা থাকে, যার জেরে গানের সেই ধাঁচটা পাল্টে যায়। সেই ফারাকটা ছিল থাকবে। এই বিষয় বলিউড এগিয়ে বলেই দাবি করেন রশ্মিকা।

5 / 5
Follow Us:
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা
ক্রেডিট স্কোর ৭৫০-এর নীচে থাকলে নাকি মেলে না এই লোন? জানুন সত্যিটা