Mother Dairy Milk Price Hike: এক বছরে পাঁচবার, ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি

Mother Dairy Milk Price Hike: ফের মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানো হল। এই নিয়ে এক বছরে পাঁচবার বাড়ানো হল দাম।

| Edited By: | Updated on: Dec 26, 2022 | 7:35 PM
বছর শেষেও নেই রেহাই। আবারও মধ্যবিত্তদের পকেটে চাপ পড়তে চলেছে। দেশের একাধিক পরিবারের দৈনন্দিন বাজার সামগ্রীর তালিকায় অত্যাবশকীয় পণ্য হল দুধ। বাড়িতে শিশু,বৃদ্ধ ও অসুস্থদের জন্য এর চাহিদা কোনওদিন শেষ হয়নি। এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে গ্রাহকদের পকেটে আরও চাপ পড়তে চলেছে। ফের দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মাদার ডেয়ারি।

বছর শেষেও নেই রেহাই। আবারও মধ্যবিত্তদের পকেটে চাপ পড়তে চলেছে। দেশের একাধিক পরিবারের দৈনন্দিন বাজার সামগ্রীর তালিকায় অত্যাবশকীয় পণ্য হল দুধ। বাড়িতে শিশু,বৃদ্ধ ও অসুস্থদের জন্য এর চাহিদা কোনওদিন শেষ হয়নি। এবার এই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে গ্রাহকদের পকেটে আরও চাপ পড়তে চলেছে। ফের দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল মাদার ডেয়ারি।

1 / 6
তবে সব ক্রেতাদের জন্য এই বিষয়ে চিন্তা না করলেও চলবে। কারণ মঙ্গলবার অর্থাৎ আগামিকাল থেকে কেবলমাত্র দিল্লি-এনসিআর এর বাজারেই মাদার ডেয়ারি দুধের দাম বাড়ছে। লিটার প্রতি দাম বাড়ছে ২ টাকা করে। এই দাম বৃদ্ধির জন্য উৎপাদন মূল্যকেই কারণ হিসেবে দেখিয়েছে সংস্থা।

তবে সব ক্রেতাদের জন্য এই বিষয়ে চিন্তা না করলেও চলবে। কারণ মঙ্গলবার অর্থাৎ আগামিকাল থেকে কেবলমাত্র দিল্লি-এনসিআর এর বাজারেই মাদার ডেয়ারি দুধের দাম বাড়ছে। লিটার প্রতি দাম বাড়ছে ২ টাকা করে। এই দাম বৃদ্ধির জন্য উৎপাদন মূল্যকেই কারণ হিসেবে দেখিয়েছে সংস্থা।

2 / 6
এক বছরে এই নিয়ে পঞ্চমবারের জন্য দুধের দাম বৃদ্ধির পথে হাঁটছে মাদার ডেয়ারি। দিল্লি-এনসিআর এ সর্ববৃহৎ দুধ সরবরাহকারী সংস্থা হল এই মাদার ডেয়ারি। প্রতিদিন ৩০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে থাকে এই সংস্থা।

এক বছরে এই নিয়ে পঞ্চমবারের জন্য দুধের দাম বৃদ্ধির পথে হাঁটছে মাদার ডেয়ারি। দিল্লি-এনসিআর এ সর্ববৃহৎ দুধ সরবরাহকারী সংস্থা হল এই মাদার ডেয়ারি। প্রতিদিন ৩০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে থাকে এই সংস্থা।

3 / 6
মাদার ডেয়ারি ফুল ক্রিম দুধের দাম ২ টাকা বাড়ানোর পর বর্তমান দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৬৬ টাকা। প্রতি লিটার টোনড মিল্কের প্যাকেটের দাম ৫১ থেকে ২ টাকা বেড়ে হয়েছে ৫৩ টাকা।

মাদার ডেয়ারি ফুল ক্রিম দুধের দাম ২ টাকা বাড়ানোর পর বর্তমান দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৬৬ টাকা। প্রতি লিটার টোনড মিল্কের প্যাকেটের দাম ৫১ থেকে ২ টাকা বেড়ে হয়েছে ৫৩ টাকা।

4 / 6
সেখানে ডাবল টোনড দুধের প্রতি লিটার প্যাকেটের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৪৭ টাকা হয়ছে। তবে মাদার ডেয়ারি কাউ মিল্ক ও টোকেন মিল্কের দাম দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সেখানে ডাবল টোনড দুধের প্রতি লিটার প্যাকেটের দাম ৪৫ টাকা থেকে বেড়ে ৪৭ টাকা হয়ছে। তবে মাদার ডেয়ারি কাউ মিল্ক ও টোকেন মিল্কের দাম দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

5 / 6
তবে স্বাভাবিকভাবেই দুধ যেহেতু নিত্য় প্রয়োজনীয় সামগ্রী ফলে ২ টাকা বাড়লেও সাধারণ নাগরিকদের পকেটে এর কারণে অনেকটাই চাপ পড়তে চলেছে। বাজেট বাড়বে গৃহস্থের। এদিকে সংস্থার তরফে জানানো হয়েছে, দুগ্ধ চাষীদের থেকে দুধ সংগ্রহের পর তা প্রস্তুত করার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তাই দাম বৃদ্ধির পথে হাঁটতে হয়েছে মাদার ডেয়ারিকে।

তবে স্বাভাবিকভাবেই দুধ যেহেতু নিত্য় প্রয়োজনীয় সামগ্রী ফলে ২ টাকা বাড়লেও সাধারণ নাগরিকদের পকেটে এর কারণে অনেকটাই চাপ পড়তে চলেছে। বাজেট বাড়বে গৃহস্থের। এদিকে সংস্থার তরফে জানানো হয়েছে, দুগ্ধ চাষীদের থেকে দুধ সংগ্রহের পর তা প্রস্তুত করার খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। তাই দাম বৃদ্ধির পথে হাঁটতে হয়েছে মাদার ডেয়ারিকে।

6 / 6
Follow Us: