La Liga: পিএসজি ম্যাচের আগে হুঙ্কার রিয়াল মাদ্রিদের

এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়ামে লি লিগার (La Liga) ম্যাচে রিয়াল মাদ্রিদ (Real Madrid) মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিদাদের (Real Sociedad)। ম্যাচের শুরুতেই ঘরের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতে মাঠ ছেড়েছেন করিম বেঞ্চেমারা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে পিএসজির মুখে নামার আগে রিয়ালের এই ফর্ম চিন্তার কারণ হয়ে থাকবে মেসি-নেইমারদের কাছে।

| Edited By: | Updated on: Mar 06, 2022 | 7:47 PM
ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সোসিদাদকে এগিয়ে দেন মিকেল ওয়ার্জাবাল (Mikel Oyarzabal)। (ছবি-রিয়াল সোসিদাদ টুইটার)

ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সোসিদাদকে এগিয়ে দেন মিকেল ওয়ার্জাবাল (Mikel Oyarzabal)। (ছবি-রিয়াল সোসিদাদ টুইটার)

1 / 5
৪০ মিনিটের মাথায় লুকা মদ্রিচের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা (Eduardo Camavinga)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

৪০ মিনিটের মাথায় লুকা মদ্রিচের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা (Eduardo Camavinga)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

2 / 5
প্রথমার্ধের শেষের দিকে (৪৩ মিনিটে) করিম বেঞ্জেমার পাস থেকে লুকা মদ্রিচ (Luka Modric) দলের স্কোরলাইন ২-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

প্রথমার্ধের শেষের দিকে (৪৩ মিনিটে) করিম বেঞ্জেমার পাস থেকে লুকা মদ্রিচ (Luka Modric) দলের স্কোরলাইন ২-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

3 / 5
La Liga: পিএসজি ম্যাচের আগে হুঙ্কার রিয়াল মাদ্রিদের

4 / 5
বেঞ্জেমার গোলের তিন মিনিটের মাথায়, ৭৯ মিনিটে মার্কো অ্যাসেনসিও (Marco Asensio) স্কোরলাইন ৪-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

বেঞ্জেমার গোলের তিন মিনিটের মাথায়, ৭৯ মিনিটে মার্কো অ্যাসেনসিও (Marco Asensio) স্কোরলাইন ৪-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

5 / 5
Follow Us: