Sara-Shubman BreakUp: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো, সারা-শুভমনের সম্পর্কে ইতি?
এ যাত্রায় বোধহয় সচিন তেন্ডুলকরের জামাই হওয়া হল না ভারতীয় দলের তারকা ব্যাটার শুভমন গিলের। উড়ো খবর, সারা তেন্ডুলকর ও শুভমনের ব্রেকআপ হয়ে গিয়েছে। একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন তাঁরা। সম্পর্কে কথা কোনওদিন প্রকাশ না করলেও দু'জনকে নিয়ে গুঞ্জন বহুদিন ধরে। আনফলো করায় সেই জল্পনায় ঘি পড়েছে। আসলে যা রটে তা কিছু তো বটে।
Most Read Stories