২. দৃশ্য পরিবর্তন কিন্তু পরিবেশ, পরিস্থিতি বদলেছে। এখন দক্ষিণী ছবিগুলো পুরো ভারত শুধু নয়, সারা বিশ্বে নিজেদের ছবি মুক্তির কথা ভাবতে শুরু করেছে। শুরুটা করেছিলেন রাজামৌলি তাঁর দুটো ‘বাহুবলী’ দিয়ে। মাঝের দু’বছর কোভিড পরিস্থিতি সিনেমা শিল্পের উপর প্রভার ফেলেছে প্রবল। এখন নিজেদের ব্যবসা বুঝে নিতে সবাই নিত্য নতুন চিন্তাভাবনা করছেন। তাই এখন দক্ষিণের পরিচালক-প্রযোজকরা তাঁদের ছবি হিন্দিতে ডাব করে আর টেলিভিশেন আটকে থাকছেন না, সারা বিশ্ব জুড়ে ছবি মুক্তি করছেন। আর এতে যে সাফল্যও আসছে তার প্রমাণ ‘পুষ্পা’, ‘আরআরআর’ কিংবা ‘কেজিএফ ২’-এর ব্যবসায়িক সাফল্য।