Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs CSK: কেকেআরের ডেরায় ‘মাহি ম্যানিয়া’, ইডেন আজ ধোনিময়

IPL 2023: ম্যাচটা কলকাতায় হচ্ছে নাকি চিপকে বোঝা মুশকিল। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ। অথচ রবিবার ইডেন গার্ডেন্স চত্বরে যে দিকে তাকাই শুধুই হলুদ।

| Edited By: | Updated on: Apr 23, 2023 | 7:08 PM
ইডেন গার্ডেন্স স্টেডিয়াম বেগুনি রঙে মোড়া। কিন্তু স্টেডিয়াম চত্বরে আজ শুধু হলুদ জার্সিধারীদের ভিড়। (ছবি নিজস্ব)

ইডেন গার্ডেন্স স্টেডিয়াম বেগুনি রঙে মোড়া। কিন্তু স্টেডিয়াম চত্বরে আজ শুধু হলুদ জার্সিধারীদের ভিড়। (ছবি নিজস্ব)

1 / 8
রবিবাসরীয় আইপিএলের জন্য দর্শকরা আজ ইডেনমুখী। দূরদূরান্ত থেকে মানুষ কলকাতায় এসেছেন ধোনিকে খেলতে দেখবেন বলে। (ছবি নিজস্ব)

রবিবাসরীয় আইপিএলের জন্য দর্শকরা আজ ইডেনমুখী। দূরদূরান্ত থেকে মানুষ কলকাতায় এসেছেন ধোনিকে খেলতে দেখবেন বলে। (ছবি নিজস্ব)

2 / 8
দুপুর থেকেই জার্সি বিক্রেতারা পসার সাজিয়ে বসে পড়েছিলেন। কোন দলের জার্সি বেশি বিক্রি হচ্ছে? বিক্রেতার জবাব, 'সিএসকে'।(ছবি নিজস্ব)

দুপুর থেকেই জার্সি বিক্রেতারা পসার সাজিয়ে বসে পড়েছিলেন। কোন দলের জার্সি বেশি বিক্রি হচ্ছে? বিক্রেতার জবাব, 'সিএসকে'।(ছবি নিজস্ব)

3 / 8
শুধু হলুদ জার্সি নয়, ধোনি ফ্যানরা মুখও রাঙিয়ে নিয়েছেন। (ছবি নিজস্ব)

শুধু হলুদ জার্সি নয়, ধোনি ফ্যানরা মুখও রাঙিয়ে নিয়েছেন। (ছবি নিজস্ব)

4 / 8
'আমি ধোনির ফ্যান।' বলছে মাহির এই খুদে ভক্ত। (ছবি নিজস্ব)

'আমি ধোনির ফ্যান।' বলছে মাহির এই খুদে ভক্ত। (ছবি নিজস্ব)

5 / 8
দুপুর থেকে ইডেন চত্বরের চিত্রটা ঠিক এইরকম। (ছবি নিজস্ব)

দুপুর থেকে ইডেন চত্বরের চিত্রটা ঠিক এইরকম। (ছবি নিজস্ব)

6 / 8
মাহির মহিলা ফ্যানরাও উপস্থিত। পছন্দের ক্রিকেটারের খেলা দেখতে পোস্টার হাতে হাজির।(ছবি নিজস্ব)

মাহির মহিলা ফ্যানরাও উপস্থিত। পছন্দের ক্রিকেটারের খেলা দেখতে পোস্টার হাতে হাজির।(ছবি নিজস্ব)

7 / 8
আর কিছুক্ষণের অপেক্ষা। ম্যাচ শেষে এই ধোনির ফ্যানদের মুখের এই চওড়া হাসি বডায় থাকে কি না সেটাই দেখার।(ছবি নিজস্ব)

আর কিছুক্ষণের অপেক্ষা। ম্যাচ শেষে এই ধোনির ফ্যানদের মুখের এই চওড়া হাসি বডায় থাকে কি না সেটাই দেখার।(ছবি নিজস্ব)

8 / 8
Follow Us: