RR vs LSG, IPL 2023: এক বনাম দুইয়ের ম্যাচ, গোলাপি শহরে আজ নজরে কারা?

জয়পুরে প্রথম 'হোম' ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। বুধবারের ম্যাচে দুই দলেরই কোন কোন ক্রিকেটারের দিকে থাকবে চোখ? দেখে নেওয়া যাক।

| Edited By: | Updated on: Apr 19, 2023 | 9:00 AM
জয়পুরে মরসুমের প্রথম ম্যাচ। ঘরের মাঠে ফিরে উচ্ছ্বিসত সঞ্জু স্যামসনরা। একইসঙ্গে কিছু চিন্তাও থাকছে। মরসুমের প্রথম ম্য়াচ হওয়ায় এখানকার পিচ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। (ছবি:টুইটার)

জয়পুরে মরসুমের প্রথম ম্যাচ। ঘরের মাঠে ফিরে উচ্ছ্বিসত সঞ্জু স্যামসনরা। একইসঙ্গে কিছু চিন্তাও থাকছে। মরসুমের প্রথম ম্য়াচ হওয়ায় এখানকার পিচ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। (ছবি:টুইটার)

1 / 8
রাজস্থান রয়্যালসের ব্য়াটিং আক্রমণ ধারাবাহিক। অধিনায়ক সঞ্জু স্যামসনও রানের মধ্যে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সঞ্জুর ব্যাট জ্বলে উঠেছিল। নেতৃত্বও তারিফযোগ্য।  (ছবি:টুইটার)

রাজস্থান রয়্যালসের ব্য়াটিং আক্রমণ ধারাবাহিক। অধিনায়ক সঞ্জু স্যামসনও রানের মধ্যে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সঞ্জুর ব্যাট জ্বলে উঠেছিল। নেতৃত্বও তারিফযোগ্য। (ছবি:টুইটার)

2 / 8
রাজস্থানের ব্যাটিংয়ের ভরসার মুখ শিমরন হেটমায়ার। গুজরাটের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে ছিনিয়ে আনেন। (ছবি:টুইটার)

রাজস্থানের ব্যাটিংয়ের ভরসার মুখ শিমরন হেটমায়ার। গুজরাটের বিরুদ্ধে গত ম্যাচে মাত্র ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে হারের মুখ থেকে ছিনিয়ে আনেন। (ছবি:টুইটার)

3 / 8
দ্রুত উইকেট তুলে নিয়ে বোল্টের জুড়ি নেই। লখনউকে তাঁর পেসে ছারখার করতে পারেন কি না দেখা যাক।(ছবি:টুইটার)

দ্রুত উইকেট তুলে নিয়ে বোল্টের জুড়ি নেই। লখনউকে তাঁর পেসে ছারখার করতে পারেন কি না দেখা যাক।(ছবি:টুইটার)

4 / 8
১১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকার শীর্ষে যুজবেন্দ্র চাহাল। দলের জয়ের পাশাপাশি শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য থাকবে তাঁর। (ছবি:টুইটার)

১১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকার শীর্ষে যুজবেন্দ্র চাহাল। দলের জয়ের পাশাপাশি শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য থাকবে তাঁর। (ছবি:টুইটার)

5 / 8
লোকেশ রাহুল অন্যান্য় বার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে অন্তত থাকেন। এ বার কয়েক ম্য়াচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্য়র্থ। স্বাভাবিক ভাবেই যা দলের ক্ষেত্রেও চিন্তা বাড়িয়েছে। লোকেশ রাহুল গত ম্যাচে রান পেয়েছিলেন। যদিও নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে।  (ছবি:টুইটার)

লোকেশ রাহুল অন্যান্য় বার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে অন্তত থাকেন। এ বার কয়েক ম্য়াচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্য়র্থ। স্বাভাবিক ভাবেই যা দলের ক্ষেত্রেও চিন্তা বাড়িয়েছে। লোকেশ রাহুল গত ম্যাচে রান পেয়েছিলেন। যদিও নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে। (ছবি:টুইটার)

6 / 8
দুর্দান্ত ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। মিডল অর্ডারে লখনউয়ের ভরসা তিনি।  (ছবি:টুইটার)

দুর্দান্ত ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। মিডল অর্ডারে লখনউয়ের ভরসা তিনি। (ছবি:টুইটার)

7 / 8
লখনউয়ের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন মার্ক উড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১১টি উইকেট তাঁর দখলে।  (ছবি:টুইটার)

লখনউয়ের পেস বিভাগের নেতৃত্বে থাকবেন মার্ক উড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১১টি উইকেট তাঁর দখলে। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: