IPL: রিঙ্কুর টানা পাঁচ ছক্কা হজম করে কোন লজ্জার রেকর্ডবুকে প্রবেশ করেছেন যশ?
Most Expensive Over In IPL History: ১৬তম আইপিএলের একাধিক ম্যাচের ফয়সলা গড়িয়েছে। আইপিএলে এমন অনেক ম্যাচ হয়েছে যেখানে কোনও বোলার ভুরি ভুরি রান দেওয়ার ফলে তাঁর দলের হাত থেকে সেই ম্যাচ ফস্কে গিয়েছে। আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন আরসিবির হর্ষল প্যাটেল। এই তালিকায় নাম তুলতে চাইবেন না কোনও বোলারই। সদ্য এই তালিকায় ঢুকে পড়েছেন গুজরাট টাইটান্সের তরুণ বোলার যশ দয়াল। ছবিতে দেখে নিন আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করা বোলারদের তালিকায় রয়েছেন যাঁরা...
Most Read Stories