Virat Kohli: চিন্নাস্বামীর ছোট মাঠে বিরাট কোহলি ও রাজধানী এক্সপ্রেসের মুখরোচক লড়াই

RCB vs LSG, IPL 2024: আজ মঙ্গলবার ঘরের মাঠে জয়ে ফেরার লড়াই বিরাট কোহলিদের (Virat Kohli)। চিন্নাস্বামীতে কেকেআরের কাছে হারের পর বেশ চাপে আরসিবি। চলতি আইপিএলে বিরাট কোহলি রান পাচ্ছেন ঠিকই, কিন্তু টিমের বাকিরা সফল নন। লখনউয়ের বিরুদ্ধে জয় চাইছে ফাফ ডু'প্লেসির টিম। মঙ্গলবার রাতে চিন্নাস্বামীতে বিরাট কোহলি লখনউয়ের নয়া সেনসেশনের বিরুদ্ধে কেমন খেলেন, সেদিকেও নজর থাকবে।

| Updated on: Apr 02, 2024 | 8:00 AM
১৭তম আইপিএলের সবচেয়ে বেশি রান রয়েছে কিং কোহলির ঝুলিতে। অরেঞ্জ ক্যাপের মালিক এখন কিং কোহলি। ঘরের মাঠে গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিলেন। দলকে জেতাতে পারেননি। আজ রাতে টিমকে জয় উপহার দিতে চান বিরাট।

১৭তম আইপিএলের সবচেয়ে বেশি রান রয়েছে কিং কোহলির ঝুলিতে। অরেঞ্জ ক্যাপের মালিক এখন কিং কোহলি। ঘরের মাঠে গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিলেন। দলকে জেতাতে পারেননি। আজ রাতে টিমকে জয় উপহার দিতে চান বিরাট।

1 / 8
চিন্নাস্বামী স্টেডিয়ামের পুরো সমর্থন যে বিরাট কোহলিরা পাবেন, তেমনটাই আশা করা হচ্ছে। ফের বিরাটের ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি দেখতে চাইবেন তাঁর অনুরাগীরা।

চিন্নাস্বামী স্টেডিয়ামের পুরো সমর্থন যে বিরাট কোহলিরা পাবেন, তেমনটাই আশা করা হচ্ছে। ফের বিরাটের ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি দেখতে চাইবেন তাঁর অনুরাগীরা।

2 / 8
বিরাট কোহলি এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রান পাচ্ছেন ঠিকই, কিন্তু তাঁর টিমের অন্য সদস্যরা ছন্দে নেই। সেটাই আরসিবিকে গত ম্যাচে ডুবিয়েছে।

বিরাট কোহলি এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রান পাচ্ছেন ঠিকই, কিন্তু তাঁর টিমের অন্য সদস্যরা ছন্দে নেই। সেটাই আরসিবিকে গত ম্যাচে ডুবিয়েছে।

3 / 8
মঙ্গলবার রাতে আইপিএলের ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে অন্যতম আকর্ষণ হতে চলেছে বিরাট কোহলির সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের এক তরুণ তুর্কির লড়াই।

মঙ্গলবার রাতে আইপিএলের ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে অন্যতম আকর্ষণ হতে চলেছে বিরাট কোহলির সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের এক তরুণ তুর্কির লড়াই।

4 / 8
দিল্লির ছেলে মায়াঙ্ক যাদব অভিষেক আইপিএল ম্যাচেই নজর কেড়েছেন। গত ম্যাচে ২১ বছরের মায়াঙ্ক গতির ঝড় তুলে পঞ্জাব কিংসকে লন্ডভন্ড করেছিলেন।

দিল্লির ছেলে মায়াঙ্ক যাদব অভিষেক আইপিএল ম্যাচেই নজর কেড়েছেন। গত ম্যাচে ২১ বছরের মায়াঙ্ক গতির ঝড় তুলে পঞ্জাব কিংসকে লন্ডভন্ড করেছিলেন।

5 / 8
চিন্নাস্বামীতে এ বার তাই বিশেষ নজর থাকবে মায়াঙ্ক যাদবের দিকে। তিনি বিরাট কোহলি, ফাফ ডু'প্লেসিদের বিরুদ্ধে গতির ঝড় তুলতে পারেন কিনা সেদিকেই সকলের নজর থাকবে।

চিন্নাস্বামীতে এ বার তাই বিশেষ নজর থাকবে মায়াঙ্ক যাদবের দিকে। তিনি বিরাট কোহলি, ফাফ ডু'প্লেসিদের বিরুদ্ধে গতির ঝড় তুলতে পারেন কিনা সেদিকেই সকলের নজর থাকবে।

6 / 8
মায়াঙ্ক যাদব এ বারের আইপিএলের সবচেয়ে দ্রুত গতির (155.8 kmph) বল করেছেন। স্বাভাবিকভাবেই তাঁর থেকে এ বার মরসুমের বাকি ম্যাচে প্রত্যাশা বেশি থাকবে।

মায়াঙ্ক যাদব এ বারের আইপিএলের সবচেয়ে দ্রুত গতির (155.8 kmph) বল করেছেন। স্বাভাবিকভাবেই তাঁর থেকে এ বার মরসুমের বাকি ম্যাচে প্রত্যাশা বেশি থাকবে।

7 / 8
কেকেআর ও পঞ্জাবের বিরুদ্ধে বিরাট পরপর হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু নাইটদের বিরুদ্ধ রাসেলের স্লোয়ার বিরাট সামলাতে সমস্যায় পড়ছিলেন। তাই মায়াঙ্ক যাদবের গতির সঙ্গে বিরাট পেরে উঠবেন কিনা, তা থাকবে ফোকাসে। ওই জন্য বিরাট ও মায়াঙ্কের লড়াইটা মুখরোচক হতে চলেছে।

কেকেআর ও পঞ্জাবের বিরুদ্ধে বিরাট পরপর হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু নাইটদের বিরুদ্ধ রাসেলের স্লোয়ার বিরাট সামলাতে সমস্যায় পড়ছিলেন। তাই মায়াঙ্ক যাদবের গতির সঙ্গে বিরাট পেরে উঠবেন কিনা, তা থাকবে ফোকাসে। ওই জন্য বিরাট ও মায়াঙ্কের লড়াইটা মুখরোচক হতে চলেছে।

8 / 8
Follow Us: