আমেরিকায় এক বিশেষ সাংবাদিক সম্মেলন হাজির হয়েছিলেন পরিচালক রাজামৌলী। সেখানেই তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে করে বসেন ভুল মন্তব্য। আরআরআর ছবিকে বলে ফেলেন বলিউডের ছবি।
প্রশ্ন থামিয়েই মন্তব্য করেন পরিচালক, স্পষ্ট করে দেন, 'আরআরআর' বলিউড ছবি নয়, এটা দক্ষিণের ছবি। মুহূর্তে তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই প্রথম কোনও দক্ষিণী ছবি এই পর্যায় প্রশংসীত হয়েছে।
'নাটু নাটু' গোল্ডেন গ্লোব জেতার পর তা নিয়ে চর্চাও কম হচ্ছে না। কেউ কেউ এই সিদ্ধান্তকে কটাক্ষও করেছিলেন। যা নিয়ে রীতিমত সরব হয়েছিল খোদ বিটাউনের সেলেবরাই। আরআরআর বলিউডের ছবি নয়, এই মন্তব্য ঘিরেও চর্চা তুঙ্গে।
কারণ ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করেছেন অভিনেতা অজয় দেবগণ, অন্যদিকে আলিয়া ভাটও ছিলেন ছবিতে। যদিও ছবির মূল দক্ষিণ সিনেদুনিয়া। ফলে সাংবাদিকের ভুল ভাঙিয়ে একশ্রেণীর কাছে প্রশংসীতও পরিচালক।