আজ নয়, কয়েক বছর আগেও মানুষ ফ্যাশান বলতে বুঝতেন সানগ্লাস। মুখের সঙ্গে মানাক বা নাই মানাক একটা সানগ্লাস গলিয়ে নিতেন। এমনকী সানগ্লাসের প্রয়োজনীয়তা না বুঝে রাতেও তা গলিয়ে নিতেন।
ইদানিং কালে ফ্যাশান সানগ্লাসেই। হাল ফ্যাশানের জামা না থাকলেও চলবে তবে সানগ্লাস চাই। সে পাহাড়, সমুদ্র হোক বা জঙ্গল একটা সানগ্লাস থাকলেই আর দেখে কে।
সানগ্লাস নিয়েও মানুষ সচেতন। আগের মত আর না দেখে নয়, রীতিমতো গবেষণা করে সানগ্লাস কেনা এখন রীতি।
সানগ্লাসের মধ্যে স্কোয়্যার, স্পোর্টি, স্মল, ওভারসাইজড সানগ্লাস আর রাউন্ড এখন ট্রেন্ডিং। ঘুরতে গেলে সানগ্লাস তো চোখে থাকেই এছাড়াও সঙ্গীত থেকে গায়েহলুদ...একটা সানগ্লাস লুক চাই চাই।
তবে এই বছরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে গোলাপি সানগ্লাস। কালো সানগ্লাসের জাদু নয়, মন মজেছে গোলাপিতেই। গোলাপির নানা শেডস এখন ফ্যাশানেও ট্রেন্ডিং। এই রঙের শাড়ি, জামার সঙ্গে সানগ্লাসও বেশ চলছে।
ওয়াটারমেলন, ফ্লেমিঙ্গো, কোরাল, নিয়ন পিংক, ফুশিয়া, ব্লাশ- একাধিক রং রয়েছে এই গোলাপির তালিকায়। আর এর মধ্যে সানগ্লাসে ট্রেন্ডিং হল হল ফ্লেমিঙ্গো। এই রঙের সানগ্লাসে মজেছেন পুরুষ থেকে মহিলা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ফটোশ্যুটেও হিট এই পিংক সানগ্লাস।