e-Ration Card: কাগজ বা ডিজিটাল কার্ড না দেখিয়েও পাবেন রেশন, এই সহজ পদ্ধতি জেনে নিন…

e-Ration Card Download: মূলত রেশন কার্ড বন্টনের সমস্যা দূর করতেই ই-রেশন কার্ড পরিষেবা চালু করা হয়েছিল।

| Edited By: | Updated on: Dec 15, 2022 | 8:00 AM
নয়া দিল্লি: দেশের একটা বড় অংশের মানুষই এখনও অবধি রেশনের উপরে নির্ভর করেন সংসার চালানোর জন্য। সরকারের তরফে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য কম দামে এই রেশন দেওয়া হয়। বর্তমানে ডিজিটাল রেশন কার্ডের কথা হয়তো সকলেই জানেন। তবে রেশনের গ্রাহকদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয়েছে ই-রেশন কার্ডের ব্যবস্থাও।

নয়া দিল্লি: দেশের একটা বড় অংশের মানুষই এখনও অবধি রেশনের উপরে নির্ভর করেন সংসার চালানোর জন্য। সরকারের তরফে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য কম দামে এই রেশন দেওয়া হয়। বর্তমানে ডিজিটাল রেশন কার্ডের কথা হয়তো সকলেই জানেন। তবে রেশনের গ্রাহকদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আনা হয়েছে ই-রেশন কার্ডের ব্যবস্থাও।

1 / 6
ই-রেশন কার্ড আজকের পরিষেবা নয়। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই রেশন কার্ডের পরিষেবা আনা হয়। প্রথম ধাপে দিল্লিতে চালু করা হয়েছিল ই-রেশন কার্ড। পরে অন্যান্য রাজ্যেও চালু করা হয় এই রেশন কার্ড পরিষেবা।

ই-রেশন কার্ড আজকের পরিষেবা নয়। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে এই রেশন কার্ডের পরিষেবা আনা হয়। প্রথম ধাপে দিল্লিতে চালু করা হয়েছিল ই-রেশন কার্ড। পরে অন্যান্য রাজ্যেও চালু করা হয় এই রেশন কার্ড পরিষেবা।

2 / 6
মূলত রেশন কার্ড বন্টনের সমস্যা দূর করতেই ই-রেশন কার্ড পরিষেবা চালু করা হয়েছিল। যাদের আধার কার্ড ও মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়োছে, তারা ই-রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। ই-রেশন কার্ড পাওয়ার পর আপনাকে রেশন তোলার জন্য কাগজের বা ডিজিটাল রেশন দেখানোর কোনও প্রয়োজন নেই।

মূলত রেশন কার্ড বন্টনের সমস্যা দূর করতেই ই-রেশন কার্ড পরিষেবা চালু করা হয়েছিল। যাদের আধার কার্ড ও মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়োছে, তারা ই-রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। ই-রেশন কার্ড পাওয়ার পর আপনাকে রেশন তোলার জন্য কাগজের বা ডিজিটাল রেশন দেখানোর কোনও প্রয়োজন নেই।

3 / 6
কীভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন?  প্রত্যেকটি রাজ্যের নিজস্ব পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ওয়েবসাইট থাকে। nfsa.gov.in- এই ওয়েবসাইটে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যায়। এই ওয়েবসাইটের হোমপেজে প্রিন্ট রেশন কার্ডের অপশনটি সিলেক্ট করতে হবে।  এরপরে আপনার রেশন কার্ডের নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্যগুলি ফর্মে পূরণ করতে হবে। 

কীভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন? প্রত্যেকটি রাজ্যের নিজস্ব পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ওয়েবসাইট থাকে। nfsa.gov.in- এই ওয়েবসাইটে রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যায়। এই ওয়েবসাইটের হোমপেজে প্রিন্ট রেশন কার্ডের অপশনটি সিলেক্ট করতে হবে। এরপরে আপনার রেশন কার্ডের নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্যগুলি ফর্মে পূরণ করতে হবে। 

4 / 6
এবার পিডিএসের তরফে আপনার ই-রেশন কার্ডের আবেদন খতিয়ে দেখা হবে।  যাচাই শেষ হয়ে গেলে পিডিএের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন নম্বর দিলে কার্ডের স্টেটাস দেখা যাবে।

এবার পিডিএসের তরফে আপনার ই-রেশন কার্ডের আবেদন খতিয়ে দেখা হবে। যাচাই শেষ হয়ে গেলে পিডিএের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেশন নম্বর দিলে কার্ডের স্টেটাস দেখা যাবে।

5 / 6
যদি কার্ড তৈরি হয়ে যায়, তবে ওয়েবসাইট থেকে ওই কার্ডের একটি প্রিন্ট আউটও বের করে নিতে পারেন।

যদি কার্ড তৈরি হয়ে যায়, তবে ওয়েবসাইট থেকে ওই কার্ডের একটি প্রিন্ট আউটও বের করে নিতে পারেন।

6 / 6
Follow Us: