সারা দেশে অসংখ্য মন্দির রয়েছে। অধিকাংশই সত্যের সাক্ষী। ভারত যে কতটা উন্মুক্ত, প্রগতিশীল চিন্তাধারা ছিল, তা মন্দিরের বাইরে ও ভিতরের নানা কামুর ভাস্কর্যরে চিত্র দেখলেই তা প্রমাণ পাওয়া যায়। আর ভারতের এই ভাস্কর্যের জন্য যে যে মন্দিরগুলি বিখ্যাত, তা এখানে বর্ণিত করা হল...
খাজুরাহো, মধ্যপ্রদেশ- প্রায় ৩০০-৪০০ বছর ধরে নিপুন হাতে মাথর কেটে মন্দির কেটে তৈরি করা হয়েছিল।চান্দেলা রাজবংশের রাজারা এই মন্দির নির্মাণ করেন। ইউনেস্কোর এই আশ্চর্য মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মোধেরা সূর্য মন্দির, গুজরাত- দেশের সাধারণ মন্দিরগুলির মতো হলেও এর গায়ে খোদাই করা রয়েছে অসাধারণ সব অন্তরঙ্গ মুহূর্ত। তবে এই মন্দিরে কোনও আচার-অনুষ্ঠান পালিত হয় না।
মার্কণ্ডেশ্বর, মহারাষ্ট্র- ওয়াইংগঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। লোকবিশ্বাস, এই মন্দিরের গায়ে খোদাই করা অন্তরঙ্গ চিত্রগুলি অসুরদের কাজ। কারণ মন্দিরটি নাকি একরাতের মধ্যেই রহস্যজনকভাবে নির্মিত হয়েছিল।
ত্রিপুরান্তক মন্দির, কর্ণাটক- পশ্চিম চালুক্যদের দ্বারা নির্মিত এই সুন্দর মন্দিরটি শিবমোগা জেলার ঐতিহাসিক শহর বালিগাভিতে অবস্থিত।
তিরুমাইয়াম, তামিলনাড়ু- এই মন্দিরের ভাস্কর্য দেখার মতো। মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা রয়েছে কামসূত্রের প্রতি অধ্যায়।