Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ind vs Ban: মুশফিকুরের টুইট, ধোনির গুঁতো থেকে নাগিন ডান্স; ভারত-বাংলাদেশ ম্যাচের যত বিতর্ক

বাইশ গজে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বিতর্ক। ২০২২ টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নো বল বিতর্ক, ভেজা মাঠে খেলানোর অভিযোগ এবং বিরাট কোহলির বিরুদ্ধে ভুয়ো ফিল্ডিংয়ের অভিযোগ এনেছে বাংলাদেশ। অতীত বলছে, বাংলাদেশ কখনওই ভারতের বিরুদ্ধে হার স্বাভাবিকভাবে হজম করতে পারেনি। বরাবরই বিতর্ক খাড়া করেছে তারা।

| Edited By: | Updated on: Nov 04, 2022 | 8:00 AM
২০১৫ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত। হার হজম করতে পারেনি বাংলাদেশ। মহেন্দ্র সিং ধোনির ভারতকে অন্যায়ভাবে জিতিয়ে দেওয়া হয়েছে, এমনই হাস্যকর দাবি ছিল বাংলাদেশকে। একটি নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। বাংলাদেশের দাবি ছিল, রোহিত-কোহলি আউট হলেও আম্পায়ার আঙুল তোলেননি। হারের পর বাংলাদেশিরা আর কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না বলে রব তুলেছিল। (ছবি:টুইটার)

২০১৫ সালের ওডিআই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারত। হার হজম করতে পারেনি বাংলাদেশ। মহেন্দ্র সিং ধোনির ভারতকে অন্যায়ভাবে জিতিয়ে দেওয়া হয়েছে, এমনই হাস্যকর দাবি ছিল বাংলাদেশকে। একটি নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। বাংলাদেশের দাবি ছিল, রোহিত-কোহলি আউট হলেও আম্পায়ার আঙুল তোলেননি। হারের পর বাংলাদেশিরা আর কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না বলে রব তুলেছিল। (ছবি:টুইটার)

1 / 5
সেবছরই বাংলাদেশ সফরে যায় ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। সিরিজের পর বাংলাদেশী সমর্থকরা মাত্রা ছাড়িয়ে ফেলে। ভারতীয় খেলোয়াড়দের কাটা মুন্ডুর ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। এশিয়া কাপের ফাইনালের আগেও বাংলাদেশি ফ্যানদের তৈরি নৃশংস পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পোস্টারে দেখা গিয়েছে তাসকিন আহমেদ মহেন্দ্র সিং ধোনির কাটা মুন্ডু ধরে রয়েছেন!(ছবি:টুইটার)

সেবছরই বাংলাদেশ সফরে যায় ভারত। তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। সিরিজের পর বাংলাদেশী সমর্থকরা মাত্রা ছাড়িয়ে ফেলে। ভারতীয় খেলোয়াড়দের কাটা মুন্ডুর ছবি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। এশিয়া কাপের ফাইনালের আগেও বাংলাদেশি ফ্যানদের তৈরি নৃশংস পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পোস্টারে দেখা গিয়েছে তাসকিন আহমেদ মহেন্দ্র সিং ধোনির কাটা মুন্ডু ধরে রয়েছেন!(ছবি:টুইটার)

2 / 5
 মহেন্দ্র সিং ধোনি এবং পেসার মুস্তাফিজুর রহমানের মধ্যকার বিতর্ক। ২০১৫ সালের মিরপুরের ঘটনা। বারবার ধরে ভারতীয় ব্যাটারদের রান নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন মুস্তাফিজুর। রোহিত শর্মা একবার তাঁকে সতর্ক করেন। তাতেও কর্ণপাত করেননি। তেমনই এক মুহূর্তে রান নেওয়ার সময় মুস্তাফিজুরকে কনুই দিয়ে ধাক্কা দেন ধোনি। পরে দু'জনকেই জরিমানা দিতে হয়।(ছবি:টুইটার)

মহেন্দ্র সিং ধোনি এবং পেসার মুস্তাফিজুর রহমানের মধ্যকার বিতর্ক। ২০১৫ সালের মিরপুরের ঘটনা। বারবার ধরে ভারতীয় ব্যাটারদের রান নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন মুস্তাফিজুর। রোহিত শর্মা একবার তাঁকে সতর্ক করেন। তাতেও কর্ণপাত করেননি। তেমনই এক মুহূর্তে রান নেওয়ার সময় মুস্তাফিজুরকে কনুই দিয়ে ধাক্কা দেন ধোনি। পরে দু'জনকেই জরিমানা দিতে হয়।(ছবি:টুইটার)

3 / 5
ভারতের হারে টুইট করে আনন্দ জাহির করেছিলেন মুশফিকুর রহিম। ২০১৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের ঘটনা। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। তারপরই টুইটারে ভারতের হারে আনন্দ প্রকাশ করে টুইট করেন রহিম। বাংলাদেশি ক্রিকেটারের এমন কাজে ব্যপক সমালোচনা হয়।(ছবি:টুইটার)

ভারতের হারে টুইট করে আনন্দ জাহির করেছিলেন মুশফিকুর রহিম। ২০১৬ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপের ঘটনা। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। তারপরই টুইটারে ভারতের হারে আনন্দ প্রকাশ করে টুইট করেন রহিম। বাংলাদেশি ক্রিকেটারের এমন কাজে ব্যপক সমালোচনা হয়।(ছবি:টুইটার)

4 / 5
বাংলাদেশের ক্রিকেটাররা বহুবার বাইশ গজে নাগিন ডান্স করে জয় উদযাপন করেছে। একবার ভারতের বিরুদ্ধেও তারা নাগিন নাচ নেচেছিল। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালের ঘটনা। বাংলাদেশের স্পিনার নাজমুল ইসলাম শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে নাগিন ডান্স করে সেলিব্রেশনে মাতেন। ম্যাচ জেতার পর ধাওয়ানের হয়ে ভারতীয় দর্শকরা এর প্রতিশোধ নেন। (ছবি:টুইটার)

বাংলাদেশের ক্রিকেটাররা বহুবার বাইশ গজে নাগিন ডান্স করে জয় উদযাপন করেছে। একবার ভারতের বিরুদ্ধেও তারা নাগিন নাচ নেচেছিল। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালের ঘটনা। বাংলাদেশের স্পিনার নাজমুল ইসলাম শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়ে নাগিন ডান্স করে সেলিব্রেশনে মাতেন। ম্যাচ জেতার পর ধাওয়ানের হয়ে ভারতীয় দর্শকরা এর প্রতিশোধ নেন। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: